চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ২২:৪০, ৬ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ০২:৫৮, ৭ ডিসেম্বর ২০২৫
চট্টগ্রাম যুবদল নেতা আব্দুল হামিদ পিন্টু। ছবি: সমাজকাল
চট্টগ্রাম মহানগর যুবদলের যুগ্ম সম্পাদক আব্দুল হামিদ পিন্টুর বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে।
আজ শনিবার জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহদপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
কেন্দ্রীয় যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নের নির্দেশনায় এই বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে বলে জানানো হয়।
পিন্টু দলের ত্যাগী ও পরীক্ষিত নেতা এবং নিপীড়িত নেতা হিসেবে বহিষ্কারাদেশ তুলে নেওয়ায় যুবদলের প্রতি কৃতজ্ঞতা জানান দলের নেতাকর্মীরা।
