খাগড়াছড়িতে ভোটগ্রহণ কর্মকর্তাদের কর্মশালা
কানন আচার্য, খাগড়াছড়ি প্রতিনিধি
প্রকাশ: ২২:১২, ৬ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ০২:৫২, ৭ ডিসেম্বর ২০২৫
খাগড়াছড়িতে ভোটগ্রহণকারী ৭০ কর্মকর্তাদের কর্মশালা। ছবি:সমাজকাল।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার লক্ষ্যে খাগড়াছড়িতে ভোটগ্রহণকারী কর্মকর্তাদের নিয়ে দিনব্যাপী কর্মশালার আয়োজন করেছে জেলা নির্বাচন অফিস। শনিবার সকালে খাগড়াছড়ি পর্যটন মোটেলের কনফারেন্স হলে অনুষ্ঠিত কর্মশালায় জেলার নয়টি উপজেলার ৭০ জন ভোটগ্রহণ কর্মকর্তা অংশ নেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি জেলা প্রশাসক আনোয়ার সাদাত। বিশেষ অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ ও জেলা নির্বাচন কর্মকর্তা শাহাদাত হোসেন। কর্মশালার সভাপতিত্ব করেন চট্টগ্রাম অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা বেলায়েত হোসেন চৌধুরী।
কর্মশালায় ভোটগ্রহণকারী কর্মকর্তারা মাঠপর্যায়ের বিভিন্ন চ্যালেঞ্জ নিয়ে বিশদ আলোচনা করেন। বিশেষ করে—দুর্গম ও পাহাড়ি এলাকায় ভোটকেন্দ্র ব্যবস্থাপনার জটিলতা, নিরাপত্তা পরিবেশ ও প্রয়োজনীয় আইনশৃঙ্খলা সহায়তা, ভোটগ্রহণ সামগ্রী পরিবহন ও লজিস্টিক চ্যালেঞ্জ , ভোটারদের সচেতনতা বৃদ্ধি ও অংশগ্রহণ নিশ্চিতকরণ-এ সব বিষয় আলোচনায় প্রাধান্য পায়।
অংশগ্রহণকারী কর্মকর্তারা তাদের বাস্তব অভিজ্ঞতা ও প্রাপ্ত চ্যালেঞ্জ তুলে ধরে উত্তরণের জন্য করণীয় প্রস্তাবনা দেন। বক্তারা জানান, যথাযথ পরিকল্পনা, প্রশিক্ষণ এবং সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানের সমন্বয়ের মাধ্যমে খাগড়াছড়িতে একটি শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করা সম্ভব হবে।
এদিকে জেলা নির্বাচন অফিস জানিয়েছে, কর্মশালার আলোচনাগুলো পরবর্তী নির্বাচনী প্রস্তুতি ও নীতিমালায় গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা হিসেবে বিবেচিত হবে।
