রোববার, ০৭ ডিসেম্বর ২০২৫

| ২২ অগ্রাহায়ণ ১৪৩২

ভিটে-মাটি রক্ষায় কক্সবাজারে সড়ক অবরোধ, টায়ারে আগুন

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশ: ২১:৩২, ৬ ডিসেম্বর ২০২৫

ভিটে-মাটি রক্ষায় কক্সবাজারে সড়ক অবরোধ, টায়ারে আগুন

ভিটে-মাটি রক্ষায় কক্সবাজারে সড়ক অবরোধ, টায়ারে আগুন। ছবি: সমাজকাল

কক্সবাজারের বাঁকখালী নদীর তীরে বন্দরে সীমানা দিতে চাচ্ছে বিআইডব্লিউটিএ।  কিন্তু সেই জমি খতিয়ানভুক্ত নিজেদের নামীয় হওয়ায় এর বিরোধিতায় রাস্তায় নেমেছে স্থানীয় জনগণ।  এ নিয়ে শহর জুড়ে উত্তেজনা বিরাজ করছে। মুখোমুখি অবস্থানে জমির মালিক দাবি করা বাসিন্দারা ও বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ। 

শনিবার (৬ ডিসেম্বর) দিনভর সড়ক অবরোধ, টায়ারে আগুন ও গাছ ফেলে বিক্ষোভ করেন বাসিন্দারা। এ সময় পরিবেশ উপদেষ্টার বিরুদ্ধে শ্লোগান দিতেও দেখা গেছে। 

তাদের অভিযোগ, বিআইডব্লিউটিএ তাদের ব্যক্তিগত জমিতে জোর করে সীমানা নির্ধারণ করতে চাইছে। তারা আদালতের আদেশও মানছেন না।

১ থেকে ৫ সেপ্টেম্বর পর্যন্ত কক্সবাজার জেলা প্রশাসনের সহযোগিতায় বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ ৪৫০টি স্থাপনা উচ্ছেদ ও দখলমুক্ত করে নদীর ৬৩ একর জমি। এখন স্থায়ীভাবে দখল রোধে সীমানা চিহ্নিত করতে উদ্যোগ নিয়েছে কর্তৃপক্ষ।

২০১৯ সালের যৌথ জরিপ ম্যাপ অনুসারে, এলাকাটিতে উচ্চ ও টেকসই সীমানা পিলার স্থাপন, সাইনবোর্ড বসানো আর কাঁটাতারের বেড়া নির্মাণ-এ তিনটি কাজ ৩ থেকে ১০ ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করতে চায় বিআইডব্লিউটিএ।

তবে কার্যক্রম শুরুর পর পরই উত্তেজনা দেখা দিয়েছে বাঁকখালী নদীর কস্তুরাঘাট এলাকায়। 

বিক্ষোভ অংশ নেয়া নারী পারুল বলেন, ‘এখানে আমাদের জমি রয়েছে। কয়েকবার আমাদের উচ্ছেদও করেছে। আমরা আদালতে গিয়েছি। এখানে কোনো ধরনের স্থাপনা না করার আদেশও আছে। কিন্তু বিআইডব্লিউটিএ কিভাবে এখানে কাঁটাতার-পিলার দেয়? এটি আমরা মানি না’।

আরেক নারী সারা খাতুন বলেন, ‘আমরা অনেক কষ্ট করে জমি কিনেছিলাম। এখন এতো কষ্ট না দিয়ে মেরে ফেললেই তো হতো। সরকার রোহিঙ্গাদের আশ্রয় দিচ্ছে। কিন্তু আমরা স্থানীয় হয়েও আমাদেরকে বসত-বাড়ি করতে দিচ্ছে না। লাঠিসোটা নিয়ে নেমেছি। কারণ, তাদেরকে মারবো না হয় মরবো। শহীদ হতে এসেছি এখানে’।

অ্যাডভোকেট মোহাম্মদ ইউসুফ বলেন, ‘জমিগুলো খতিয়ানভুক্ত। সুপ্রিম কোর্টের আদেশ রয়েছে সেখানে কোন কাজ না করার।  অতীতেও তারা  ক্ষমতার অপব্যবহার করে উচ্ছেদ অভিযান চালিয়েছেন। এখন আবার আদালতের আদেশ অমান্য করে জোর প্রয়োগ করছেন।  কোনো কাগজপত্রও দেখছেন না। নিজেদের মতো করে কাজ করছেন। এটি তো দেখতে হবে’।

কক্সবাজার (কস্তুরাঘাট) নদীবন্দরের পোর্ট অফিসার মো. আব্দুল ওয়াকিল বলেন, ‘আন্দোলনে যারা রাস্তায় আগুন জ্বালিয়ে খুরুশকুলের রাস্তা অবরোধ করেছেন, তাদের মধ্যে কিছু নারী ও অল্পসংখ্যক পুরুষ রয়েছেন। লক্ষ্য করেছি, তাদের বেশিরভাগই ভাসমান মানুষ। কারও কাছে বৈধ কাগজপত্র নেই। বোঝা যাচ্ছে, হয়তো কেউ তাদের আর্থিক সহযোগিতা দিয়ে এখানে এনেছে। বিষয়টি গোয়েন্দা বাহিনী যাচাই-বাছাইয়ে নিশ্চিত করবে’।

মো: আব্দুল ওয়াকিল বলেন, ‘আদালতের যে আদেশের কথা বলা হচ্ছে, তা বন্দরের ওপর, বন্দরের জরিপ কাজের ওপর কিংবা বন্দরের সীমানার ওপর নেই। কেবলমাত্র কিছু নির্দিষ্ট দাগ নম্বরের জমির ওপর, যেখানে ব্যক্তিগত মালিকানা দাবি করা হয়েছে, এসবের ওপর আদালতের আদেশ রয়েছে। সেটি ম্যাজিস্ট্রেট ও এসিল্যান্ডের সঙ্গে আলোচনা করে আমরা পরিহার করে বাকি জমিতে কাজ করব। সর্বোচ্চ চেষ্টা থাকবে, যেন কোনো সহিংসতা না ঘটে এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি না হয়’।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

বাংলাদেশের সঙ্গে স্থিতিশীল সম্পর্ক চায় ভারত: প্রণয় ভার্মা
নির্বাচনে ৮৯% সাংবাদিক নিরাপত্তা ঝুঁকির আশঙ্কায়: জরিপ
১২ ডিসেম্বর পর্যন্ত মেডিকেল কোচিং সেন্টার বন্ধ
৬ ডিসেম্বর ১৯৭১ : বাংলাদেশকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেয় ভারত ও ভুটান
জুলাই আন্দোলনের অজ্ঞাত ১১৪ শহীদের পরিচয় শনাক্তে সিআইডির উদ্যোগ
জানুয়ারির শুরুতেই শিক্ষার্থীরা বই পাবে: প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা
সেন্টমার্টিন থেকে ১৮৫০ কেজি বর্জ্য অপসারণ করল কেওক্রাডং
বিএনপি ‘প্রতিশ্রুতির রাজনীতিতে’ বিশ্বাসী: রিজভী
খালেদা জিয়াকে লন্ডনে নিতে এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত
সিএমপির সব থানার ওসি রদবদল
যে কারণে আমরা মুক্তিযুদ্ধ করতে পেরেছি
৬৪ জেলায় ৬৪ বন্যপ্রাণী কর্মীকে স্বীকৃতি দেবে সরকার
রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করে তফসিল চূড়ান্ত
ডোনাল্ড ট্রাম্প পেলেন ‘ফিফা শান্তি পুরস্কার’
খালেদা জিয়ার সফল এন্ডোস্কোপি
এখনও তফশিল ও ভোটের তারিখ চুড়ান্ত হয়নি: ইসি সচিব
ঠাকুরগাঁও এবারও হলো না দুই বাংলার মানুষের প্রতীক্ষিত মিলনমেলা
ন্যায়বিচার ও গণতন্ত্রের আন্দোলনে তরুণরাই সামনে থাকে: আসিফ নজরুল
আবারও বাড়লো সোনার দাম
খালেদার অসুস্থতায় নির্বাচন পেছানোর যৌক্তিকতা নেই: আমীর খসরু