টেকনাফে নৌবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র উদ্ধার
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ২০:৩৮, ৬ ডিসেম্বর ২০২৫
টেকনাফে নৌবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র উদ্ধার। ছবি: সমাজকাল
দেশের সার্বিক নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে নৌবাহিনী দায়িত্বপূর্ণ এলাকাসমূহে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র উদ্ধার করে নৌবাহিনী।
গোপন তথ্যের ভিত্তিতে নৌবাহিনী জানতে পারে, টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নস্থ উলুচামারি কোনাপাড়া এলাকার শীর্ষ সন্ত্রাসী মিজান ওরফে 'লম্বা মিজান' এর বাসায় বিপুল পরিমাণ দেশি-বিদেশি অস্ত্র মজুদ রয়েছে। তাই গতকাল (৫ ডিসেম্বর) দিবাগত রাতে নৌবাহিনীর বিশেষায়িত ফোর্স সোয়াডস এবং নৌবাহিনী কন্টিনজেন্ট টেকনাফ কর্তৃক শীর্ষ সন্ত্রাসী লম্বা মিজান এর বাসায় অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে শীর্ষ সন্ত্রাসী লম্বা মিজান এর বসত ঘরে তল্লাশি করে বিদেশি পিস্তল ১টি, দেশি পিস্তল ২টি, একনালা বন্দুক ১টি, গ্রেনেড ৪০ মি: মি: HE MG-3 ৭টি, গ্রেনেড ৪০ মি: মি: HE MG-4 ৩টি, লাইভ এম্যুনিশন ৪৩ রাউন্ড, পিস্তল ম্যাগজিন ১টি, পিস্তল বল ২ রাউন্ড, ফাঁকা কার্তুজ ২০ রাউন্ড এবং ৩টি দেশি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্রসমূহ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ থানায় হস্তান্তর করা হয়।
