সীমান্তে দুই ভারতীয় গরু চোরাকারবারিসহ এক বাংলাদেশী সহযোগী আটক
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ২০:২৭, ৬ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ২০:৩০, ৬ ডিসেম্বর ২০২৫
সীমান্তে দুই ভারতীয় গরু চোরাকারবারিসহ এক বাংলাদেশী সহযোগী আটক। ছবি: সমাজকাল
চাঁপাইনবাবগঞ্জে ৫৩ বিজিবি ব্যাটালিয়ন গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (০৫ ডিসেম্বর) আনুমানিক রাত ১টায় মাসুদপুর বিওপিতে টহলের সময় জেলার শিবগঞ্জ থানার মনাকষা ইউনিয়নের ঠুঠাপাড়া গ্রাম থেকে দুইজন ভারতীয় গরু চোরাকারবারী ও তাদের একজন বাংলাদেশী সহযোগীকে আটক করে।
আটককৃত আসামীরা হলো-ভারতের মালদা জেলার মো: আব্দুল কাদির(৩০), ও মো: দেলোয়ার হোসেন(৩৪) এবং চাঁপাইনবাবগঞ্জের মো: মারুফ(১৭)।
আসামীরা গত বুধবার(৩ ডিসেম্বর) ভোর ৪টা নাগাদ দুইজন ভারতীয় গরু চোরাকারবারি ফতেহপুরের কাটাতারবিহীন সীমান্ত দিয়ে চারটি গরুসহ বাংলাদেশে প্রবেশ করে এবং স্থানীয় চোরাকারবারি মো: ফজেলের কাছে গরুগুলো হস্তান্তর করে। কিন্তু ভোর হয়ে যাওয়ায় ও বিজিবির টহল বাড়ায় তারা সীমানার ওপারে ফিরতে না পেরে বৃহস্পতিবার(০৪ ডিসেম্বর) পদ্মার চরে লুকিয়ে পড়ে। এরপরে এদেশীয় সহযোগী মো: মারুফের সহায়তায় তারা ঠুঠাপাড়া বাজারে মারুফের বাড়িতে আত্মগোপন করে।
আটক ভারতীয় চোরাকারবারি ও তাদের বাংলাদেশি সহযোগীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য শিবগঞ্জ থানায় সোপর্দ করা হয়। চাঁপাইনবাবগঞ্জ ৫৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান, পিএসসি এ বিষয়ের সত্যতা নিশ্চিত করেছেন।
