উল্লাপাড়ায় বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবীতে বিক্ষোভ মিছিল
সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ২০:২৩, ৬ ডিসেম্বর ২০২৫
উল্লাপাড়ায় বিএনপির মনোনয়ন বাতিলের দাবীতে বিএনপির একাংশের বিক্ষোভ। ছবি: সমাজকাল
সিরাজগঞ্জ-৪(উল্লাপাড়া) আসনে বিএনপি মনোনিত প্রার্থী এম আকবর আলীর মনোনয়ন বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে উল্লাপাড়া উপজেলা বিএনপি, পৌর বিএনপি ও অঙ্গ সংগঠনের একাংশের নেতাকর্মীরা।
শনিবার(৬ ডিসেম্বর) বিকেলে উল্লাপাড়া উপজেলার পৌর সদরের বাজার উল্লাপাড়া থানামোড় এলাকায় এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
"অথর্ব বুড়ো নেতা মানিনা, মানবো না" স্লোগান দিয়ে এম আকবর আলীর মনোনয়ন বাতিলের দাবীতে বিক্ষুব্ধ নেতাকর্মীরা এ বিক্ষােভে অংশ নেয়।
এর আগে উল্লাপাড়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আজাদের বাড়িতে এম আকবর আলীর মনোনয়ন বাতিল চেয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন পৌর বিএনপির সাবেক আহ্বায়ক আব্দুর রাজ্জাক, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোঃ মোন্তাজ আলী, সিরাজগঞ্জ জেলা যুবদলের সদস্য আকরাম হোসেন, পৌর যুবদলের সদস্য সচিব মেহেদী হাসান, উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহ আল মাসুদ সবুজ প্রমুখ।
সংবাদ সম্মেলনে নেতারা বলেন, ৯৭ বছর বয়সী এম আকবর আলী বয়সের ভারে ন্যুব্জ। এছাড়া গত ১৭ বছরে তিনি একদিনের জন্যও নেতাকর্মীদের কাছে আসেননি। একটি মামলাও তার নামে নেই। অথচ তাকেই মনোনয়ন দেয়া হলো। উল্লাপাড়ায় জামায়াতে ইসলামীর হ্যাভিওয়েট প্রার্থী মওলানা রফিকুল ইসলাম খাঁনের সাথে পাল্লা দিয়ে জেতার মতো অবস্থা এম আকবর আলীর নেই উল্লেখ করে তার মনোনয়ন বাতিলের দাবি জানান উল্লাপাড়ার নেতাকর্মীরা।
সংবাদ সম্মেলনে বিপুলসংখ্যক নেতাকর্মীসহ বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।
