রোববার, ০৭ ডিসেম্বর ২০২৫

| ২২ অগ্রাহায়ণ ১৪৩২

৭৫ ড্রাম পামতেল আত্মসাৎ, ফেরত চেয়ে সংবাদ সম্মেলন 

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ২০:১২, ৬ ডিসেম্বর ২০২৫

৭৫ ড্রাম পামতেল আত্মসাৎ, ফেরত চেয়ে সংবাদ সম্মেলন 

৭৫ ড্রাম পামতেল আত্মসাৎ, ফেরত চেয়ে সংবাদ সম্মেলন। ছবি: সমাজকাল

চাঁপাইনবাবগঞ্জের আদর্শ ব্রাদার্স ভাণ্ডার গ্রুপ অব কোম্পানিজের ১৩ হাজার ৯৫০ কেজি বা ৭৫ ড্রাম পামতেল আত্মসাতের অভিযোগ উঠেছে সিরাজগঞ্জের রায়গঞ্জ থানা পুলিশের বিরুদ্ধে। এ অভিযোগ তুলে এর প্রতিবাদে এবং সম্পূর্ণ তেল ফেরত ও দোষী পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার দাবিতে সংবাদ সম্মেলন করেছে চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ ও প্রতিষ্ঠানটি।

শনিবার (৬ ডিসেম্বর) দুপুর ১২টায় চেম্বারের সম্মেলনকক্ষে সংবাদ সম্মেলনে ছিলেন চেম্বারের সভাপতি আব্দুল ওয়াহেদ, সহ সভাপতি মো. খাইরুল ইসলাম এবং আদর্শ গ্রুপের চেয়ারম্যান মো. সাদিকুল ইসলাম। 

পৌর শহরে দীর্ঘদিন ধরে সুনামের সাথে ব্যবসা পরিচালনা করে আসা আদর্শ ব্রাদার্স ভাণ্ডারের সহযোগী প্রতিষ্ঠানগুলো হচ্ছে, ব্রাদার্স ফ্লাওয়ার মিল, ব্রাদার্স অটো রাইস মিল, পপুলার পোল্ট্রি অ্যান্ড ফিস ফিডস লিমিটেড, আদর্শ চিকস লিমিটেড, আদর্শ ফুড বেভারেজ অ্যান্ড কনজুমার কোম্পানি লিমিটেড, আদর্শ অ্যাগ্রোভেট লিমিটেড, ফাহাদ অ্যাগ্রোফার্ম। প্রতিষ্ঠানগুলোতে জেলার অনেক বেকার যুবকের কর্মসংস্থানের সৃষ্টি হয়েছে। 

সংবাদ সম্মেলনে জানানো হয়, ২১ নভেম্বর বিকেল পাঁচটায় নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকে ২৩ লাখ ২১ হাজার ২৫০ টাকা মূল্যের ১৩ হাজার ৯৫০ কেজি (৭৫ ড্রাম) পামওয়েল কিনে ব্যবসায়িক প্রতিষ্ঠান চাপাইনবাবগঞ্জের আদর্শ ব্রাদার্স ভাণ্ডারের উদ্দেশ্যে রওনা হয় ব্রাদার্স অটো রাইস মিলের নিজস্ব পরিবহন ট্রাক (নং ঢাকা মেট্রো-ট-১৮-৮৮২৮)। এর পর থেকেই ট্রাকের অবস্থান বুঝতে না পেরে কর্মচারী মো. মাইদুল ইসলামকে দিয়ে পরদিন ২২ নভেম্বর সকাল সাড়ে দশটার দিকে ৯৯৯ নম্বরে কল করে জানা যায় যে, কেনা পামওয়েল তেলসহ ট্রাকটি আটক করেছে রায়গঞ্জ থানা পুলিশ। 

প্রতিষ্ঠানটির অভিযোগ, পরে নিজস্ব ট্রান্সপোর্ট ম্যানেজার ওয়াজেদ আলী, ট্রাকের ইঞ্জিন মিস্ত্রি আসলাম আলী, ট্রাক ড্রাইভার জাহাঙ্গীর আলম এবং মাইক্রো ড্রাইভার নবাব আলীকে রায়গঞ্জ থানায় পাঠানো হয়। ২২ নভেম্বর বিকেল পাঁচটা ২০ মিনিটের দিকে রায়গঞ্জ থানায় গিয়ে কেনা তেলসহ ট্রাকটি আটক অবস্থায় দেখতে পান তারা। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম মাসুদ রানাকে ট্রাকসহ কেনা তেল ফেরত দিতে অনুরোধ জানানো হয়। কিন্তু অনুরোধ না রেখে ওসি ও এসআই ফিরোজসহ সহযোগীরা আত্মসাৎ করেছেন।  

আত্মসাৎ করা তেলের ট্রাকটির বিষয়ে জিপিএস ট্র্যাকারে রেকর্ড আছে জানিয়ে বক্তারা জানান, ২১ নভেম্বর  রাত সাড়ে দশটার দিকে যমুনা সেতু পূর্ব টোল প্লাজা স্কেল পার হওয়ার ভিডিও ফুটেজে ড্রামভর্তি ট্রাকটির দৃশ্যমান ভিডিওচিত্র ও ছবি সংরক্ষিত রয়েছে। ওই রাতেই কেনা ১৩ হাজার ৯৫০ কেজি (৭৫ ড্রাম) পামওয়েল তেলসহ ট্রাকটি রায়গঞ্জ থানায় অবস্থানেরও রেকর্ড রয়েছে। 

কেনা পামওয়েলসহ ট্রাকটি ফেরতের নির্দেশসহ আত্মসাৎকারী রায়গঞ্জ থানার ওসি কে এম মাসুদ রানা ও এসআই ফিরোজসহ সহযোগীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে স্বরাষ্ট্র উপদেষ্টা এবং বাণিজ্য উপদেষ্টার কাছে অনুরোধ জানান আদর্শ গ্রুপ ও চেম্বারের কর্মকর্তারা।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

বাংলাদেশের সঙ্গে স্থিতিশীল সম্পর্ক চায় ভারত: প্রণয় ভার্মা
নির্বাচনে ৮৯% সাংবাদিক নিরাপত্তা ঝুঁকির আশঙ্কায়: জরিপ
১২ ডিসেম্বর পর্যন্ত মেডিকেল কোচিং সেন্টার বন্ধ
৬ ডিসেম্বর ১৯৭১ : বাংলাদেশকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেয় ভারত ও ভুটান
জুলাই আন্দোলনের অজ্ঞাত ১১৪ শহীদের পরিচয় শনাক্তে সিআইডির উদ্যোগ
জানুয়ারির শুরুতেই শিক্ষার্থীরা বই পাবে: প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা
সেন্টমার্টিন থেকে ১৮৫০ কেজি বর্জ্য অপসারণ করল কেওক্রাডং
বিএনপি ‘প্রতিশ্রুতির রাজনীতিতে’ বিশ্বাসী: রিজভী
খালেদা জিয়াকে লন্ডনে নিতে এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত
সিএমপির সব থানার ওসি রদবদল
যে কারণে আমরা মুক্তিযুদ্ধ করতে পেরেছি
৬৪ জেলায় ৬৪ বন্যপ্রাণী কর্মীকে স্বীকৃতি দেবে সরকার
রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করে তফসিল চূড়ান্ত
ডোনাল্ড ট্রাম্প পেলেন ‘ফিফা শান্তি পুরস্কার’
খালেদা জিয়ার সফল এন্ডোস্কোপি
এখনও তফশিল ও ভোটের তারিখ চুড়ান্ত হয়নি: ইসি সচিব
ঠাকুরগাঁও এবারও হলো না দুই বাংলার মানুষের প্রতীক্ষিত মিলনমেলা
ন্যায়বিচার ও গণতন্ত্রের আন্দোলনে তরুণরাই সামনে থাকে: আসিফ নজরুল
আবারও বাড়লো সোনার দাম
খালেদার অসুস্থতায় নির্বাচন পেছানোর যৌক্তিকতা নেই: আমীর খসরু