শাহ্ আমানতে ৮০০ কার্টন বিদেশী সিগারেট জব্দ
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ১৯:৪৯, ৬ ডিসেম্বর ২০২৫
চট্টগ্রাম শাহ্ আমানত বিমান বন্দরে বিদেশী সিগারেট জব্দ। ছবি: সমাজকাল
চট্টগ্রাম শাহ্ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পরিত্যক্ত অবস্থায় ছয়টি ব্যাগেজে ৮০০ কার্টন বিদেশী মন্ড ( Mond Brand) সিগারেটের একটি চালান জব্দ করা হয়েছে। জব্দ করা সিগারেটের মূল্য প্রায় এক কোটি টাকা।
বিমান বন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহিম খলিল বিষয়টি নিশ্চিত করে এই প্রতিবেদককে জানান, অবৈধ এই সিগারেটের বড় চালানটি আজ শনিবার দুপুরে বিমানবন্দরের অভ্যন্তরে লস্ট এন্ড ফাউন্ড কর্নার সংলগ্ন একটি স্থানে ৬টি বড় ব্যাগেজে পরিত্যক্ত অবস্থায় কাস্টমস কর্মকর্তারা আটক করেন।
উক্ত ৬টি ব্যাগেজে ৮০০ কার্টন বিদেশী মন্ড সিগারেট পাওয়া যায়। যার বাজার মূল্য প্রায় ১ কোটি টাকা।
পরিত্যক্ত ও দাবীদারহীন সমুদয় সিগারেট জব্দ করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
