দিনাজপুর-৫ আসনে বিএনপি মনোনয়ন পরিবর্তনের দাবিতে ক্ষোভ
পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ: ২১:১৫, ৫ ডিসেম্বর ২০২৫
দিনাজপুর-৫ (পার্বতীপুর–ফুলবাড়ী) আসনে বিএনপি’র প্রাথমিক মনোনয়ন ঘোষণার পর থেকেই স্থানীয় নেতাকর্মীদের মধ্যে অসন্তোষ। ছবি: সমাজকাল
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দিনাজপুর-৫ (পার্বতীপুর–ফুলবাড়ী) আসনে বিএনপি’র প্রাথমিক মনোনয়ন ঘোষণার পর থেকেই স্থানীয় নেতাকর্মীদের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছে।
মনোনয়ন পরিবর্তনের দাবিতে শুক্রবার (৫ ডিসেম্বর) বিকেল ৫টায় পার্বতীপুর উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে এক প্রতিবাদ সভার আয়োজন করে উপজেলা ও পৌর বিএনপিসহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠন।
সভায় উপজেলার ১০টি ইউনিয়ন এবং পৌরসভার ৯টি ওয়ার্ডের সভাপতি–সম্পাদকসহ নেতাকর্মী উপস্থিত হয়ে মনোনয়ন প্রত্যাহারের দাবিতে ক্ষোভ প্রকাশ করেন।
প্রতিবাদ সভায় বক্তারা বলেন, দিনাজপুর-৫ আসনে ঘোষিত প্রার্থী একেএম কামরুজ্জামান স্থানীয় সংগঠনের সঙ্গে সম্পৃক্ত নন, দুঃসময়ে তিনি দলের পাশে ছিলেন না, এমনকি ইউনিয়ন পর্যায়ের নেতৃত্বকেও ভালোভাবে চেনেন না—এ অভিযোগ তুলেছেন তৃণমূল নেতারা।
সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও সাবেক পৌর মেয়র এজেডএম মেনহাজুল হক, সাধারণ সম্পাদক অধ্যাপক জালাল উদ্দীন আহম্মেদ, যুগ্ম সম্পাদক আকরাম হোসেন মাস্টার, সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মোখলেছুর রহমান, দপ্তর সম্পাদক ও সাবেক প্যানেল মেয়র জাহাঙ্গীর আলম, পৌর বিএনপির সভাপতি আতিয়ার রহমান, উপজেলা যুবদলের আহ্বায়ক মো. আতিকুর রহমান স্বপন এবং পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ও সাবেক প্যানেল মেয়র মঞ্জুরুল আজিজ পলাশ।
এজেডএম রেজওয়ানুল হক বলেন,“এই আসনে যাকে মনোনয়ন দেওয়া হয়েছে, তিনি কখনো দলের দুঃসময়ে ছিলেন না। ইউনিয়ন পর্যায়ের সভাপতি-সম্পাদকদেরও চেনেন না। ৫ আগস্টের পর এলাকায় এসে মনোনয়ন পেয়েছেন! অথচ গত ৩০ বছরে আমি তিল তিল করে সংগঠন দাঁড় করিয়েছি।”
বক্তারা অভিযোগ করেন, ঘোষিত মনোনয়ন তৃণমূলে ব্যাপক অসন্তোষ সৃষ্টি করেছে, এবং তা পরিবর্তন না করলে আন্দোলন আরও তীব্র হবে।
এদিকে, শনিবার (৬ ডিসেম্বর) আবারও বৃহত্তর প্রতিবাদ সভার ডাক দিয়েছে উপজেলা ও পৌর বিএনপি। স্থানীয় নেতাদের ভাষ্য, মনোনয়ন প্রত্যাহার না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে।
