বিরামপুরে ফুটবলার দুর্জয় পাহান দূর্গা’কে সংবর্ধনা
দিনাজপুর প্রতিনিধি
প্রকাশ: ১৫:১৭, ৫ ডিসেম্বর ২০২৫
বিরামপুরে জাতীয় দলের ফুটবলার দুর্জয় পাহান দূর্গা’কে সংবর্ধনা প্রদান করা হয়। ছবি: সমাজকাল
জাতীয় চ্যাম্পিয়নশীপ ফুটবল টুর্নামেন্ট-২০২৫ এ চ্যাম্পিয়ন ফুটবল দলে অংশগ্রহণকারী বিরামপুরের কৃতি সন্তান ফুটবলার দুর্জয় পাহান দূর্গা'কে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার রাতে বিরামপুর শহরের পুরাতন বাজারে অবস্থিত ক্যাফে ডে-লাইট রেস্টুরেন্টে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়। উপজেলার অন্যতম ফুটবল একাডেমি "বিরামপুর ফুটবল একাডেমি" এর পক্ষ থেকে এই সংবর্ধনার আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিরামপুর সরকারি কলেজের অধ্যক্ষ অদ্বৈত কুমার অপু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ক্রীড়াব্যক্তিত্ব সরোয়ার হোসেন ও সাবেক ফুটবলার মোস্তাফিজুর রহমান মাসুম।
বিরামপুর ফুটবল একাডেমির কর্মকর্তা ডা. মো: শাহ আলম সাজিদ, মনিরুজ্জামান মনির, ইদ্রিস, তুহিন, মাহমুদুল হাসান, ফাহিম রাহাত সহ আরো অনেকে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সংবর্ধনা অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ফুটবল একাডেমির কর্মকর্তা রাজু।
বিরামপুর ফুটবল একাডেমির কর্মকর্তা ডা. মো: শাহ আলম সাজিদ জানান, বিরামপুর উপজেলার ফুটবল খেলোয়াড়দের প্রশিক্ষণ ও দক্ষ ফুটবলার তৈরির জন্য বিরামপুর ফুটবল একাডেমি কাজ করে যাচ্ছে। উপজেলার ফুটবল খেলোয়াড়দের উদ্বুদ্ধ করার জন্য বিরামপুরের কৃতি সন্তান ফুটবলার দুর্জয় পাহান দূর্গা'কে একাডেমির পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
