রামুতে ৯০ হাজার পিস ইয়াবাসহ বাসের হেল্পার গ্রেপ্তার
উখিয়া-টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ: ১৮:৪৬, ২৯ নভেম্বর ২০২৫
জব্দ হওয়া ইয়াবাসহ গ্রেপ্তার আবু বক্কর। ছবি: সমাজকাল
কক্সবাজারের রামুতে যাত্রীবাহী বাস থেকে ৯০ হাজার পিস ইয়াবা জব্দ করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। অভিযানে গ্রেপ্তার হয়েছেন বাসটির হেল্পার ইয়াবা পাচারকারী আবু বক্কর সিদ্দিক (২৭)।
শুক্রবার (২৮ নভেম্বর) রাতে গ্রেপ্তার হওয়া বক্কর পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার কিসমত রামপুর এলাকার মৃত মো. মোদাচ্ছের হাওলাদারের ছেলে।
জেলা ডিবি’র ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমন কান্তি চৌধুরী জানান, গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার–চট্টগ্রাম মহাসড়কের রামুর জোয়ারিয়ানালা ইউনিয়নের ৭নং ওয়ার্ডের নুরপাড়া রাবার বাগান এলাকায় অস্থায়ী চেকপোস্ট বসানো হয়। রাত ১১টার দিকে ওই যাত্রীবাহী বাসটিকে থামিয়ে সন্দেহভাজন হেল্পার আবু বক্কর সিদ্দিককে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেন, তার কাছে মাদকদ্রব্য রয়েছে। তার স্বীকারোক্তিতে বাসের লাগেজবক্সে ৯০ হাজার ইয়াবা পাওয়া যায়।
জেলা পুলিশের মিডিয়া ফোকাল পয়েন্ট অতিরিক্ত পুলিশ সুপার অলক বিশ্বাস জানান, কক্সবাজার বাস টার্মিনাল থেকে ছেড়ে আসা বাসটিতে (ঢাকা মেট্টো-ব-১৫-৮১৭১) ইয়াবা পাচার করছিলেন গ্রেপ্তারকৃত বক্কর। তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।
