‘খালেদা জিয়ার সঙ্গে কারাগারে কী হয়েছিল, সেটি জাতি জানতে চায়’
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশ: ২১:১০, ২৮ নভেম্বর ২০২৫
প্রধান অতিথির বক্তব্য দিচ্ছেন বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা। ছবি: সমাজকাল
বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা অভিযোগ করেছেন, দলের চেয়ারপারসন খালেদা জিয়া কারাগারে থাকার সময় যথাযথ চিকিৎসা পাননি। আশঙ্কা প্রকাশ করে তিনি বলেন, কারাগারে থাকা অবস্থায় তাকে বিষ প্রয়োগ করা হয়েছিল কি না বা অন্য কোনো অসদুপায় অবলম্বন করা হয়েছিল কি না, যার ফলে তার শারীরিক অবস্থার এতো দ্রুত অবনতি হয়েছে, তা জাতি জানতে চায়।
শুক্রবার (২৮ নভেম্বর) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ‘জ্ঞানের আলো একাডেমি’ কিন্ডারগার্টেনের উদ্বোধন ও উঠান বৈঠকে প্রধান অতিথি ছিলেন তিনি।
রুমিন ফারহানা বলেন, ‘একজন সুস্থ মানুষ কারাগারে যাওয়ার পর তার শারীরিক অবস্থার এতো দ্রুত অবনতি কেন ঘটল, এ প্রশ্নের জবাব আওয়ামী লীগ ও শেখ হাসিনাকে দিতে হবে’।
তিনি আরও বলেন, দেশের ১৮ কোটি মানুষ বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার রোগমুক্তির জন্য দোয়া করছেন।
সরকারি বই বিতরণ প্রসঙ্গে তিনি বলেন, ‘গত বছরের জুলাইয়ের আগে অন্তর্বর্তী সরকার শিক্ষার্থীদের হাতে বই দিতে পারেনি। ২০২৬ সালে তারা পারবে কি না, জানি না। তবে আশা করি, জানুয়ারিতেই যেন আমাদের সন্তানদের হাতে বই পৌঁছে দেওয়া হয়’।
আড়াইসিধা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. মুজিবুর রহমানের সভাপতিত্বে কিন্ডারগার্টেন উদ্বোধন ও উঠান বৈঠকে ছিলেন স্থানীয় রাজনৈতিক নেতা, অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থীরা।
