দাউদকান্দিতে বাসের ধাক্কায় নিহত ২
দা্উদকান্দি প্রতিনিধি
প্রকাশ: ২১:০৭, ২৮ নভেম্বর ২০২৫
যাত্রীবাহী বাসের ধাক্কায় ট্রলির দুই আরোহী নিহত। ছবি: প্রতীকী
কুমিল্লার দাউদকান্দিতে যাত্রীবাহী বাসের ধাক্কায় ট্রলির দুই আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দুজন।
শুক্রবার (২৮ নভেম্বর) বিকেল পৌনে ৩টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের হুগুলিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, চট্টগ্রামমুখী স্টারলাইন পরিবহনের একটি বাস হুগুলিয়া এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রলিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই দুই ব্যক্তি নিহত হন।
নিহতরা হলেন- চান্দিনা উপজেলার বকরীকান্দী গ্রামের মৃত ফজলুল হকের ছেলে তাফাজ্জল হোসেন (৪৫) ও খুরশিদ (৪০)।
দাউদকান্দি হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) জাকির হোসেন জানান, নিহতদের লাশ থানায় রাখা হয়েছে। দুর্ঘটনার পর বাসচালক ও সহকারী পালিয়ে গেলেও বাসটি জব্দ করা হয়েছে।
