শাহজাদপুরে নারী ইউপি মেম্বারকে পিটিয়ে হত্যা, স্বামী পলাতক
সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ১৯:০১, ২৮ নভেম্বর ২০২৫
পলাতক স্বামী আব্দুল আলীম ও নিহত স্ত্রী পিয়ারা বেগম। ছবি: সংগ্রহ
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার হাবিবুল্লাহনগর ইউনিয়ন পরিষদের (ইউপি) নারী মেম্বার পিয়ারা বেগমকে (৪৪) পিটিয়ে ও শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে। স্বামী আব্দুল আলীম (৫০) ও তার মাসহ পরিবারের সদস্যরা পলাতক থাকায় পুলিশ ও এলাকাবাসীর সন্দেহের তীর তাদের দিকে।
নিহত পিয়ারা ওই ইউপির প্যানেল চেয়ারম্যান ও ১, ২,৩নং ওয়ার্ডের নারী মেম্বার এবং রতনকান্দি মধ্যপাড়া গ্রামের হানিফ সরকারের মেয়ে। তার স্বামী আব্দুল আলীম হাবিবুল্লাহনগর ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ও একই ইউনিয়নের রকনকান্দি উত্তরপাড়া গ্রামের মৃত আব্দুল জব্বারের ছেলে।
নিহতের স্বামী আব্দুল আলীম ছাড়াও তার মা আলেয়া বেগম (৬৮) এবং প্রথম পক্ষের স্ত্রী শিউলি বেগম (৪৫), প্রথম পক্ষের দুই মেয়ে সড়ক খাতুন (২০) ও সেতু খাতুন (১৫) বাড়ি থেকে পালিয়ে গেছেন।
শুক্রবার (২৮ নভেম্বর) ভোররাতে স্বামীর বাড়িতে নৃশংস হত্যার শিকার হন পিয়ারা বেগম। দুপুরে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।
নিহতের বাবা হানিফ সরকার ও চাচা আব্দুর রশিদ সরকার জানান, প্রায় দুই বছর আগে আব্দুল আলীমের সাথে একই দল করার সুবাদে পিয়ারা বেগমের ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে। এর জেরে ঘরে স্ত্রী থাকলেও আলীম আত্মহত্যার হুমকি দিয়ে এবং বাড়ি ও জমি লিখে দেওয়ার শর্তে পিয়ারা বেগমকে বিয়ে করেন। পিয়ারাও তার প্রথম স্বামীকে তালাক দিয়ে ও আলীমকে বিয়ে করে একই বাড়িতে সতিনের সাথে ঘর সংসার শুরু করেন।
তাদের অভিযোগ, বিয়ের পর থেকেই আলীমের মা এবং প্রথম স্ত্রী শিউলি বেগম ও তার দুই মেয়ে পিয়ারাকে নানাভাবে অত্যাচার-নির্যাতন করে আসছিলেন। এদিকে আলীম ভবনের অর্ধেকসহ বাড়ি লিখে দিলেও জমি লিখে না দেওয়ায় জমির জন্য তাকে চাপ দিচ্ছিলেন পিয়ারা। এরপর জমি বাবদ পিয়ারার কাছে থেকে আলীম ১৭ লাখ টাকাও নেন। তারপরেও জমি লিখে না দেওয়ায় ২৫ লাখ টাকার বিনিময়ে তাদের মধ্যে ডিভোর্সের সিদ্ধান্ত হয়। এ নিয়ে বৃহস্পতিবার ২৭ নভেম্বর) রাতে শালিশ বৈঠকও হয়।
এ নিয়ে উভয়পক্ষের মধ্যে ঝগড়ার একপর্যায়ে পিয়ারাকে পিটিয়ে ও শ্বাসরোধে হত্যার পর বিছানায় ফেলে রেখে সবাইকে নিয়ে পালিয়ে যান আলীম বলে অভিযোগ তুলে তার বাবা হানিফ সরকার জানান, তিনি এ ঘটনায় শাহজাদপুর থানায় হত্যা মামলা করবেন।
হত্যার ঘটনাটি এলাকায় ছড়িয়ে পড়লে আব্দুল আলীমের বাড়িতে উৎসুক জনতার ঢল নামে। খবর পেয়ে ওই বাড়িতে গিয়ে নিহতের মরদেহ দেখে কান্না ও আহাজারিতে ভেঙে পড়েন স্বজনেরাও। আব্দুল আলীমসহ তার মা ও প্রথমপক্ষের স্ত্রী-মেয়েরাই পিয়ারাকে হত্যা করেছেন অভিযোগ তুলে তাদের সবার ফাঁসির দাবি করেছেন নিহতের মা জামিরন বেগম, প্রথমপক্ষের ছেলে পলাশ আহমেদ ও ভাবি সোহাগী খাতুনও।
এ বিষয়ে শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম আলী কোনো বক্তব্য দিতে রাজি হননি।
