শনিবার, ২৯ নভেম্বর ২০২৫

| ১৫ অগ্রাহায়ণ ১৪৩২

খালেদা জিয়া জাতির ঐক্যের প্রতীক: দুলু

নাটোর প্রতিনিধি

প্রকাশ: ১৮:৫৩, ২৮ নভেম্বর ২০২৫ | আপডেট: ২০:১৭, ২৮ নভেম্বর ২০২৫

খালেদা জিয়া জাতির ঐক্যের প্রতীক: দুলু

খালেদা জিয়া জাতির ঐক্যের প্রতীক: দোয়া মাহফিলে বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু। ছবি: সংগৃহীত

বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক প্রতিমন্ত্রী, নাটোর-২ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এ দেশের ঐক্যের প্রতীক ও জাতীয় সংকট মোকাবিলার প্রধান ভরসা।

শুক্রবার (২৮ নভেম্বর) বাদ জুমা নাটোর শহরের বঙ্গজ্বল রাজবাড়ি এনডিটিআই জামে মসজিদে খালেদা জিয়ার সুস্থতা কামনায় আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

দুলু বলেন, “বেগম খালেদা জিয়া বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী। দেশের গণতন্ত্র, স্বাধীনতা, সার্বভৌমত্ব ও ভোটাধিকারের জন্য তিনি আজীবন লড়াই করেছেন। গণতন্ত্র রক্ষায় নিজের জীবনকে বারবার ঝুঁকির মুখে ফেলতেও তিনি কখনো দ্বিধা করেননি। তিনি আপোষহীন নেতৃত্বের প্রতীক।”

তিনি আরও বলেন, “আগামী নির্বাচন ও ভবিষ্যতের যেকোনো জাতীয় সংকটে বেগম জিয়ার উপস্থিতি অত্যন্ত জরুরি। দেশের মানুষের অধিকার ও গণতন্ত্রের জন্য তার বেঁচে থাকা প্রয়োজন। আমি নাটোরবাসীর কাছে অনুরোধ করছি— সবাই যেন দেশনেত্রীর সুস্থতা কামনায় দোয়া করেন।”

দোয়া মাহফিলে আরও বক্তব্য দেন নাটোর জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শাহীন ও সাইফুল ইসলাম আফতাব, জেলা বিএনপির সদস্য কাজী শাহ আলম ও নাসিম উদ্দিন নাসিম, জেলা যুবদলের সভাপতি এ এইচ এম তালুকদার ডালিম, সাবেক যুগ্ম আহ্বায়ক ফরহাদ আলী দেওয়ান শাহীনসহ স্থানীয় নেতৃবৃন্দ।

দোয়া শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং দ্রুত সুস্থতার জন্য বিশেষ প্রার্থনা করা হয়।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

তারেক রহমানের ফেরা নিয়ে সরকারের কোনো বাধা নেই: প্রেস সচিব
ঢাকা বিশ্ববিদ্যালয়ে কাল থেকে অনলাইন ক্লাস শুরু
ব্যবসায়ীদের কমফোর্ট জোন দিতে ব্যর্থ রাজনীতি: জামায়াত আমির
অবস্থার উন্নতি হলে খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার প্রস্তুতি
ই-রিটার্নে রেকর্ড: ২০ লাখের বেশি রিটার্ন দাখিল
খেলাপি ঋণ সংকট কাটাতে ১০ বছর লাগবে: গভর্নর
ফ্লাই করার মতো অবস্থায় নেই খালেদা জিয়া—এভারকেয়ার থেকে জানালেন মান্না
এভারকেয়ার হাসপাতালে ভিড় না করার অনুরোধ বিএনপির
খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিতে হাসপাতালে গেলেন স্বরাষ্ট্র উপদেষ্টা
খালেদা জিয়াকে সিঙ্গাপুর বা ইউরোপে নিতে এয়ারঅ্যাম্বুলেন্স প্রস্তুত
খালেদা জিয়াকে নিয়ে মুশফিকুলের আবেগঘণ স্মৃতিচারণ ‘আমার ব্যক্তিগত ঋণ’
‘লুটপাটকারীদের শাস্তি দিন, কিন্তু প্রতিষ্ঠান বন্ধ করে বেকারত্ব বাড়াবেন না’ — মির্জা ফখরুল
খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে যা বললেন নাসীরুদ্দীন পাটওয়ারী
খালেদা জিয়ার অবনতিশীল শারীরিক অবস্থায় রাষ্ট্রপতির গভীর উদ্বেগ
খালেদা জিয়ার সুস্থতা কামনায় উপদেষ্টার পরিষদের সভায় দোয়া
তফসিল কবে জানালেন সিইসি নাসির উদ্দিন
দুটি বিতর্কিত অভিযানের পর র‍্যাব-১৫–এ ‘গণবদলি’
বেগম জিয়া গণতান্ত্রিক সংগ্রামের অনন্য অনুপ্রেরণা: নাহিদ ইসলামের বিবৃতি
দেশে ফেরার বিষয়ে কথা বললেন তারেক রহমান
ইন্দোনেশিয়ায় বন্যায় মৃতের সংখ্যা ২০০ ছাড়িয়েছে