খালেদা জিয়া জাতির ঐক্যের প্রতীক: দুলু
নাটোর প্রতিনিধি
প্রকাশ: ১৮:৫৩, ২৮ নভেম্বর ২০২৫ | আপডেট: ২০:১৭, ২৮ নভেম্বর ২০২৫
খালেদা জিয়া জাতির ঐক্যের প্রতীক: দোয়া মাহফিলে বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু। ছবি: সংগৃহীত
বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক প্রতিমন্ত্রী, নাটোর-২ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এ দেশের ঐক্যের প্রতীক ও জাতীয় সংকট মোকাবিলার প্রধান ভরসা।
শুক্রবার (২৮ নভেম্বর) বাদ জুমা নাটোর শহরের বঙ্গজ্বল রাজবাড়ি এনডিটিআই জামে মসজিদে খালেদা জিয়ার সুস্থতা কামনায় আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
দুলু বলেন, “বেগম খালেদা জিয়া বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী। দেশের গণতন্ত্র, স্বাধীনতা, সার্বভৌমত্ব ও ভোটাধিকারের জন্য তিনি আজীবন লড়াই করেছেন। গণতন্ত্র রক্ষায় নিজের জীবনকে বারবার ঝুঁকির মুখে ফেলতেও তিনি কখনো দ্বিধা করেননি। তিনি আপোষহীন নেতৃত্বের প্রতীক।”
তিনি আরও বলেন, “আগামী নির্বাচন ও ভবিষ্যতের যেকোনো জাতীয় সংকটে বেগম জিয়ার উপস্থিতি অত্যন্ত জরুরি। দেশের মানুষের অধিকার ও গণতন্ত্রের জন্য তার বেঁচে থাকা প্রয়োজন। আমি নাটোরবাসীর কাছে অনুরোধ করছি— সবাই যেন দেশনেত্রীর সুস্থতা কামনায় দোয়া করেন।”
দোয়া মাহফিলে আরও বক্তব্য দেন নাটোর জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শাহীন ও সাইফুল ইসলাম আফতাব, জেলা বিএনপির সদস্য কাজী শাহ আলম ও নাসিম উদ্দিন নাসিম, জেলা যুবদলের সভাপতি এ এইচ এম তালুকদার ডালিম, সাবেক যুগ্ম আহ্বায়ক ফরহাদ আলী দেওয়ান শাহীনসহ স্থানীয় নেতৃবৃন্দ।
দোয়া শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং দ্রুত সুস্থতার জন্য বিশেষ প্রার্থনা করা হয়।
