পাবনায় জামায়াত প্রার্থীর ওপর হামলা-গুলি, আহত অর্ধশত
পাবনা প্রতিনিধি
প্রকাশ: ২০:২৩, ২৭ নভেম্বর ২০২৫
বিএনপি-জামায়াত
পাবনার ঈশ্বরদীতে পাবনা-৪ আসনে জামায়াতের প্রার্থী ও জেলা আমির অধ্যাপক আবু তালেব মন্ডলের প্রচারণায় দফায় দফায় হামলা ও গুলিবর্ষণের অভিযোগ উঠেছে বিএনপির প্রার্থী বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিবের সমর্থকদের বিরুদ্ধে। হামলায় অধ্যাপক তালেব মন্ডলসহ অর্ধশতাধিক নেতাকর্মী আহত হন। ভাংচুর করা হয় তার গাড়ি ও জামায়াতকর্মীদের শতাধিক মোটরসাইকেল।
আহতদের অনেকেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে চিকিৎসাধীন। তবে তাদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বিকেলে অধ্যাপক তালেব মন্ডল তার সমর্থকদের নিয়ে উপজেলার সাহাপুর ইউনিয়নের চর গড়াগড়ি ও মৃধাপাড়ায় প্রচারণায় যান। হাবিবের সমর্থক মক্কেল মৃধার ছেলের নেতৃত্বে দুটি এলাকায়ই সশস্ত্র হামলার মুখে পড়েন তারা। এতে জামায়াতের নেতাকর্মীরা ছত্রভঙ্গ হয়ে পড়েন। হামলার পর তালেব মন্ডলকে দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হলেও তিনিও সামান্য আহত হন।
তালেব মন্ডল বলেন, ‘আমরা শান্তিপূর্ণ প্রচারণা চালাতে গিয়েছিলাম। কিন্তু বিএনপির সন্ত্রাসীরা অস্ত্র নিয়ে হামলা করেছেন, গুলিও ছুঁড়েছেন। আমাদের অন্তত ৬০–৭০ জন আহত হয়েছেন, শতাধিক মোটরসাইকেল ভাংচুর হয়েছে’।
স্থানীয়রা জানান, দুদিন আগেও চর গড়াগড়ি এলাকায় জামায়াতের কর্মীদের মারধর করা হয়।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ স ম আব্দুন নুর বলেন, ‘আপনারা সাংবাদিকরা স্পটে আসেন। আমরা স্পটেই আছি। স্পট ছাড়া কিছু বলা যাবে না’।
বিএনপির প্রার্থী হাবিবুর রহমান হাবিবের মন্তব্য জানতে একাধিকবার ফোন করেও পাওয়া যায়নি।
