শনিবার, ২৯ নভেম্বর ২০২৫

| ১৫ অগ্রাহায়ণ ১৪৩২

ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত নারায়ণগঞ্জের ৬ ভবন ঝুঁকিপূর্ণ ঘোষণা

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১৯:০৭, ২৭ নভেম্বর ২০২৫

ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত নারায়ণগঞ্জের ৬ ভবন ঝুঁকিপূর্ণ ঘোষণা

ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত নারায়ণগঞ্জের ৬ ভবন ঝুঁকিপূর্ণ ঘোষণা। ছবি: সমাজকাল

নারায়ণগঞ্জে ৫.৭ মাত্রার ভূমিকম্পের প্রভাবে সিদ্ধিরগঞ্জের ভুমিপল্লী এলাকায় অন্তত ছয়টি ভবনকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছে রাজউক। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত রাজউক, ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশন অব বাংলাদেশ (আইআইবি) ও সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের নিয়ে গঠিত পরিদর্শন দল ভবনগুলো পর্যবেক্ষণ করে এই সিদ্ধান্ত জানায়।

ভূমিকম্পে তিনটি ভবন পাশের তিনটি ভবনের ওপর হেলে পড়ায় মোট ছয়টি ভবনই ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত হয়। ভবনগুলোতে তৎক্ষণাৎ বড় অক্ষরে ‘ঝুঁকিপূর্ণ’ সাইনবোর্ড টাঙিয়ে দেওয়া হয়েছে। একই সঙ্গে মালিকদের নির্দেশ দেওয়া হয়েছে, অবিলম্বে সব বাসিন্দাকে সরিয়ে নেওয়ার জন্য।

আইআইবি’র ভাইস প্রেসিডেন্ট প্রকৌশলী এ টি এম তানভীরুল হাসান তমাল সাংবাদিকদের বলেন,“ক্ষতিগ্রস্ত তিনটি ভবন পরিদর্শনে দেখা গেছে—সয়েল সেটেলমেন্টের কারণে ভবনগুলো হেলে পড়েছে। ভেতরে স্ট্রাকচারে বড় ফাটল নেই, তবে ফাউন্ডেশনে দুর্বলতা রয়েছে। নির্মাণের সময় যথাযথ গভীর পাইলিং করা হয়নি। আমরা মেপে পূর্ণাঙ্গ রিপোর্ট রাজউককে দেবো।”

রাজউক নারায়ণগঞ্জ জোন–৮ এর অথোরাইজড অফিসার প্রকৌশলী রংগন মন্ডল বলেন,“পরিদর্শনে দেখা গেছে—হেলে পড়া ভবন তিনটির সঙ্গে লাগোয়া আরও তিনটি ভবনও বিপদে রয়েছে। ফলে মোট ছয়টি ভবনই সম্পূর্ণ ঝুঁকিপূর্ণ। বুয়েটসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পুনঃপরীক্ষা করবে। নিরাপদ বিবেচিত না হওয়া পর্যন্ত এগুলো ব্যবহার করা যাবে না।”

তিনি আরও জানান, ভবনগুলোর বাসিন্দারা ইতিমধ্যে নিজ উদ্যোগে বাসা খালি করতে শুরু করেছেন। বিষয়টি জেলা প্রশাসন, সিটি করপোরেশন ও স্থানীয় সরকার মন্ত্রণালয়কেও জানানো হয়েছে। ভবন খালি হওয়ার পর পুনরায় পরীক্ষা করে প্রতিবেদন উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে।

রাজউক জানিয়েছে, ঝুঁকিপূর্ণ ছয়টি ভবন সম্পূর্ণ নিষিদ্ধ স্থাপনা হিসেবে বিবেচিত থাকবে। ভবিষ্যতে ব্যবহারের অনুমতি দেওয়ার আগে বিস্তারিত স্ট্রাকচারাল অডিট, সয়েল টেস্ট ও নিরাপত্তা মূল্যায়ন করা হবে।

সম্পর্কিত বিষয়:

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

তারেক রহমানের ফেরা নিয়ে সরকারের কোনো বাধা নেই: প্রেস সচিব
ঢাকা বিশ্ববিদ্যালয়ে কাল থেকে অনলাইন ক্লাস শুরু
ব্যবসায়ীদের কমফোর্ট জোন দিতে ব্যর্থ রাজনীতি: জামায়াত আমির
অবস্থার উন্নতি হলে খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার প্রস্তুতি
ই-রিটার্নে রেকর্ড: ২০ লাখের বেশি রিটার্ন দাখিল
খেলাপি ঋণ সংকট কাটাতে ১০ বছর লাগবে: গভর্নর
ফ্লাই করার মতো অবস্থায় নেই খালেদা জিয়া—এভারকেয়ার থেকে জানালেন মান্না
এভারকেয়ার হাসপাতালে ভিড় না করার অনুরোধ বিএনপির
খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিতে হাসপাতালে গেলেন স্বরাষ্ট্র উপদেষ্টা
খালেদা জিয়াকে সিঙ্গাপুর বা ইউরোপে নিতে এয়ারঅ্যাম্বুলেন্স প্রস্তুত
খালেদা জিয়াকে নিয়ে মুশফিকুলের আবেগঘণ স্মৃতিচারণ ‘আমার ব্যক্তিগত ঋণ’
‘লুটপাটকারীদের শাস্তি দিন, কিন্তু প্রতিষ্ঠান বন্ধ করে বেকারত্ব বাড়াবেন না’ — মির্জা ফখরুল
খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে যা বললেন নাসীরুদ্দীন পাটওয়ারী
খালেদা জিয়ার অবনতিশীল শারীরিক অবস্থায় রাষ্ট্রপতির গভীর উদ্বেগ
খালেদা জিয়ার সুস্থতা কামনায় উপদেষ্টার পরিষদের সভায় দোয়া
তফসিল কবে জানালেন সিইসি নাসির উদ্দিন
দুটি বিতর্কিত অভিযানের পর র‍্যাব-১৫–এ ‘গণবদলি’
বেগম জিয়া গণতান্ত্রিক সংগ্রামের অনন্য অনুপ্রেরণা: নাহিদ ইসলামের বিবৃতি
দেশে ফেরার বিষয়ে কথা বললেন তারেক রহমান
ইন্দোনেশিয়ায় বন্যায় মৃতের সংখ্যা ২০০ ছাড়িয়েছে