ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত নারায়ণগঞ্জের ৬ ভবন ঝুঁকিপূর্ণ ঘোষণা
নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ১৯:০৭, ২৭ নভেম্বর ২০২৫
ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত নারায়ণগঞ্জের ৬ ভবন ঝুঁকিপূর্ণ ঘোষণা। ছবি: সমাজকাল
নারায়ণগঞ্জে ৫.৭ মাত্রার ভূমিকম্পের প্রভাবে সিদ্ধিরগঞ্জের ভুমিপল্লী এলাকায় অন্তত ছয়টি ভবনকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছে রাজউক। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত রাজউক, ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশন অব বাংলাদেশ (আইআইবি) ও সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের নিয়ে গঠিত পরিদর্শন দল ভবনগুলো পর্যবেক্ষণ করে এই সিদ্ধান্ত জানায়।
ভূমিকম্পে তিনটি ভবন পাশের তিনটি ভবনের ওপর হেলে পড়ায় মোট ছয়টি ভবনই ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত হয়। ভবনগুলোতে তৎক্ষণাৎ বড় অক্ষরে ‘ঝুঁকিপূর্ণ’ সাইনবোর্ড টাঙিয়ে দেওয়া হয়েছে। একই সঙ্গে মালিকদের নির্দেশ দেওয়া হয়েছে, অবিলম্বে সব বাসিন্দাকে সরিয়ে নেওয়ার জন্য।
আইআইবি’র ভাইস প্রেসিডেন্ট প্রকৌশলী এ টি এম তানভীরুল হাসান তমাল সাংবাদিকদের বলেন,“ক্ষতিগ্রস্ত তিনটি ভবন পরিদর্শনে দেখা গেছে—সয়েল সেটেলমেন্টের কারণে ভবনগুলো হেলে পড়েছে। ভেতরে স্ট্রাকচারে বড় ফাটল নেই, তবে ফাউন্ডেশনে দুর্বলতা রয়েছে। নির্মাণের সময় যথাযথ গভীর পাইলিং করা হয়নি। আমরা মেপে পূর্ণাঙ্গ রিপোর্ট রাজউককে দেবো।”
রাজউক নারায়ণগঞ্জ জোন–৮ এর অথোরাইজড অফিসার প্রকৌশলী রংগন মন্ডল বলেন,“পরিদর্শনে দেখা গেছে—হেলে পড়া ভবন তিনটির সঙ্গে লাগোয়া আরও তিনটি ভবনও বিপদে রয়েছে। ফলে মোট ছয়টি ভবনই সম্পূর্ণ ঝুঁকিপূর্ণ। বুয়েটসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পুনঃপরীক্ষা করবে। নিরাপদ বিবেচিত না হওয়া পর্যন্ত এগুলো ব্যবহার করা যাবে না।”
তিনি আরও জানান, ভবনগুলোর বাসিন্দারা ইতিমধ্যে নিজ উদ্যোগে বাসা খালি করতে শুরু করেছেন। বিষয়টি জেলা প্রশাসন, সিটি করপোরেশন ও স্থানীয় সরকার মন্ত্রণালয়কেও জানানো হয়েছে। ভবন খালি হওয়ার পর পুনরায় পরীক্ষা করে প্রতিবেদন উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে।
রাজউক জানিয়েছে, ঝুঁকিপূর্ণ ছয়টি ভবন সম্পূর্ণ নিষিদ্ধ স্থাপনা হিসেবে বিবেচিত থাকবে। ভবিষ্যতে ব্যবহারের অনুমতি দেওয়ার আগে বিস্তারিত স্ট্রাকচারাল অডিট, সয়েল টেস্ট ও নিরাপত্তা মূল্যায়ন করা হবে।
