শনিবার, ২৯ নভেম্বর ২০২৫

| ১৫ অগ্রাহায়ণ ১৪৩২

উলিপুরে আব্দুল খালেকের মনোনয়ন দাবিতে বিক্ষোভ–সড়ক অবরোধ–অবস্থান ধর্মঘট

কুড়িগ্রাম প্রতিনিধি

প্রকাশ: ১৭:০০, ২৭ নভেম্বর ২০২৫

উলিপুরে আব্দুল খালেকের মনোনয়ন দাবিতে বিক্ষোভ–সড়ক অবরোধ–অবস্থান ধর্মঘট

কুড়িগ্রামের উলিপুর-৩ আসনে বিএনপির ঘোষিত মনোনয়ন স্থগিতের প্রতিবাদে বিক্ষোভ, সড়ক অবরোধ ও অবস্থান ধর্মঘট। ছবি: সমাজকাল

কুড়িগ্রামের উলিপুর-৩ আসনে বিএনপির ঘোষিত মনোনয়ন স্থগিতের প্রতিবাদে এবং দীর্ঘদিনের ত্যাগী ও জনবান্ধব নেতা বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেককে আনুষ্ঠানিকভাবে প্রার্থী ঘোষণার দাবিতে বিক্ষোভ, সড়ক অবরোধ ও অবস্থান ধর্মঘট অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকালে ‘উলিপুরের সর্বস্তরের জনগণ’ এর ব্যানারে এই কর্মসূচি পালিত হয়। সকাল থেকেই শহরের বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মী ও সাধারণ মানুষ জড়ো হতে থাকেন। বিক্ষোভে অংশ নেন স্থানীয় রাজনৈতিক কর্মী, ব্যবসায়ী, শিক্ষক-শিক্ষার্থী, দিনমজুর, কৃষকসহ নানা শ্রেণি-পেশার মানুষ।

প্রস্তুত করা সমাবেশে বক্তব্য দেন সহকারী অধ্যাপক ওবায়দুর রহমান, পল্লী চিকিৎসক জাহিদ হোসেন, মতলেবুর রহমান, আতাউর রহমান ও মশিউর রহমানসহ আরও অনেকে।

বক্তারা বলেন,“আব্দুল খালেক শুধু বিএনপির একজন বলিষ্ঠ সংগঠকই নন; উলিপুর ও কুড়িগ্রামের মানুষের সুখ-দুঃখের সাথী। দমন-পীড়নের কঠিন সময়ে তিনিই তৃণমূলকে ধরে রেখেছেন।”

তারা আরও অভিযোগ করেন, ত্যাগী, পরীক্ষিত, সৎ ও জনপ্রিয় নেতাকে উপেক্ষা করে অন্য কাউকে মনোনয়ন দেওয়া হলে তৃণমূলে বিভ্রান্তি দেখা দেবে, সংগঠন দুর্বল হয়ে পড়বে এবং আসন্ন জাতীয় নির্বাচনে নেতিবাচক প্রভাব পড়বে।

সমাবেশকারীরা কেন্দ্রীয় নেতাদের উদ্দেশে বলেন,“মাঠের বাস্তবতা, জনগণের মতামত এবং সংগঠনের স্বার্থ বিবেচনায় উলিপুর-৩ আসনে আব্দুল খালেককে অবিলম্বে আনুষ্ঠানিক প্রার্থী ঘোষণা করতে হবে। এটিই এখন উলিপুরবাসীর একমাত্র দাবি।”

মানববন্ধন ও অবস্থান ধর্মঘট শেষে একটি বর্ণাঢ্য র‍্যালি শহরের প্রধান সড়কগুলো ঘুরে প্রেসক্লাব চত্বরে এসে শেষ হয়। সেখানে আয়োজিত সাংবাদিক সম্মেলনেও বক্তারা একই দাবি পুনর্ব্যক্ত করেন।

উলিপুরের রাজনৈতিক অঙ্গনে চলমান এই উত্তাপ কেন্দ্রীয় সিদ্ধান্তের অপেক্ষায় আরও বেড়ে যেতে পারে বলে মনে করছে স্থানীয়রা।

সম্পর্কিত বিষয়:

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

তারেক রহমানের ফেরা নিয়ে সরকারের কোনো বাধা নেই: প্রেস সচিব
ঢাকা বিশ্ববিদ্যালয়ে কাল থেকে অনলাইন ক্লাস শুরু
ব্যবসায়ীদের কমফোর্ট জোন দিতে ব্যর্থ রাজনীতি: জামায়াত আমির
অবস্থার উন্নতি হলে খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার প্রস্তুতি
ই-রিটার্নে রেকর্ড: ২০ লাখের বেশি রিটার্ন দাখিল
খেলাপি ঋণ সংকট কাটাতে ১০ বছর লাগবে: গভর্নর
ফ্লাই করার মতো অবস্থায় নেই খালেদা জিয়া—এভারকেয়ার থেকে জানালেন মান্না
এভারকেয়ার হাসপাতালে ভিড় না করার অনুরোধ বিএনপির
খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিতে হাসপাতালে গেলেন স্বরাষ্ট্র উপদেষ্টা
খালেদা জিয়াকে সিঙ্গাপুর বা ইউরোপে নিতে এয়ারঅ্যাম্বুলেন্স প্রস্তুত
খালেদা জিয়াকে নিয়ে মুশফিকুলের আবেগঘণ স্মৃতিচারণ ‘আমার ব্যক্তিগত ঋণ’
‘লুটপাটকারীদের শাস্তি দিন, কিন্তু প্রতিষ্ঠান বন্ধ করে বেকারত্ব বাড়াবেন না’ — মির্জা ফখরুল
খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে যা বললেন নাসীরুদ্দীন পাটওয়ারী
খালেদা জিয়ার অবনতিশীল শারীরিক অবস্থায় রাষ্ট্রপতির গভীর উদ্বেগ
খালেদা জিয়ার সুস্থতা কামনায় উপদেষ্টার পরিষদের সভায় দোয়া
তফসিল কবে জানালেন সিইসি নাসির উদ্দিন
দুটি বিতর্কিত অভিযানের পর র‍্যাব-১৫–এ ‘গণবদলি’
বেগম জিয়া গণতান্ত্রিক সংগ্রামের অনন্য অনুপ্রেরণা: নাহিদ ইসলামের বিবৃতি
দেশে ফেরার বিষয়ে কথা বললেন তারেক রহমান
ইন্দোনেশিয়ায় বন্যায় মৃতের সংখ্যা ২০০ ছাড়িয়েছে