ধর্মকে ব্যবহার করে রাজনীতি করি না—এ্যানি
লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশ: ১৬:৩১, ২৭ নভেম্বর ২০২৫
বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। ছবি: সংগৃহীত
বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, বিএনপি কখনো ধর্মান্ধ রাজনীতি করে না এবং ধর্মকে রাজনৈতিক ফায়দার জন্য ব্যবহার করে না।
তিনি বলেন, “যারা ধর্মকে ব্যবহার করে রাজনীতি করে, তারাই আজ জান্নাতের কথা বলে, জান্নাতের টিকিট দেয়। এটা বেদআত, এটা শিরক। অথচ তারাই আবার দাঁড়িপাল্লায় ভোট চায়। এই এলাকার মানুষ ধর্মান্ধতার কারণে কখনো দাঁড়িপাল্লায় ভোট দেয়নি।”
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দুপুরে লক্ষ্মীপুর সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের চরভূতা গ্রামে নারী ভোটারদের নিয়ে আয়োজিত নির্বাচনী উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
এ সময় এ্যানি আরও বলেন, বাংলাদেশের সংবিধানে ‘বিসমিল্লাহির রাহমানির রাহিম’ সর্বপ্রথম লিপিবদ্ধ করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান।
তিনি বলেন, “জিয়াউর রহমান বিএনপির নাম কোনো ইসলামিক দল রাখেননি। তিনি নাম দিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল—কারণ এই ভূখণ্ডে সব ধর্মের মানুষ বাস করে। সকল ধর্মাবলম্বীর প্রতি আমাদের সম্মান এবং শ্রদ্ধা আছে।”
এ্যানি দাবি করেন, বিএনপি সাম্প্রদায়িক সুরক্ষা ও ধর্মীয় স্বাধীনতায় বিশ্বাসী। বাংলাদেশে বিভিন্ন ধর্মের মানুষ শান্তিপূর্ণভাবে বসবাস করুক—এটাই বিএনপির অবস্থান বলেও তিনি উল্লেখ করেন।
উঠান বৈঠকে আরও উপস্থিত ছিলেন—সদর (পূর্ব) উপজেলা বিএনপির সভাপতি মাইন উদ্দিন চৌধুরী রিয়াজ, সাবেক যুগ্ম আহ্বায়ক মোফাজ্জল হোসেন, জেলা মহিলা দলের সভাপতি সাবেরা আনোয়ার, সাধারণ সম্পাদক ফাতেমা আক্তার সুমি ভুঁইয়া, ভবানীগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ আজাদসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
