শনিবার, ২৯ নভেম্বর ২০২৫

| ১৫ অগ্রাহায়ণ ১৪৩২

রাজশাহীতে আ.লীগ–ছাত্রলীগের ৪ নেতা গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৪:০৫, ২৭ নভেম্বর ২০২৫

রাজশাহীতে আ.লীগ–ছাত্রলীগের ৪ নেতা গ্রেপ্তার

সড়ক অবরোধ, মশাল মিছিল ও ককটেল বিস্ফোরণের ঘটনায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন ছাত্রলীগ–যুবলীগের চার নেতাকে গ্রেপ্তার। ছবি: সংগৃহীত

রাজশাহীতে মহাসড়কে টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ, মশাল মিছিল ও ককটেল বিস্ফোরণের ঘটনায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন ছাত্রলীগ–যুবলীগের চার নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৬ নভেম্বর) বিকালে শাহমখদুম থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। বৃহস্পতিবার সকালে বিস্ফোরক আইনে তাদের আদালতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন—মনিরুজ্জামান মনি (৪২), সাধারণ সম্পাদক, ১৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ,রনি ইসলাম (৪০), সাধারণ সম্পাদক, একই ওয়ার্ড যুবলীগ,রতন আলী (৩৪), উপ–ছাত্রবিষয়ক সম্পাদক, রাজশাহী জেলা ছাত্রলীগ,মানিক মিয়া (৪০), আওয়ামী লীগ কর্মী।

সবাই শাহমখদুম থানার নওদাপাড়া এলাকার বাসিন্দা বলে জানিয়েছেন থানা পুলিশের ওসি মাছুমা মুস্তারী।

মামলার অভিযোগ অনুযায়ী, ১০ নভেম্বর রাত সাড়ে ১০টার দিকে গ্রেফতারকৃতদের সঙ্গে আরও ৬০–৭০ জনের একটি দল রাজশাহী বাইপাস সড়কের সিটি হাট এলাকায় টায়ার জ্বালিয়ে মহাসড়ক অবরোধ করে। তারা মশাল হাতে মিছিল করে বিভিন্ন স্লোগান দিতে থাকে এবং টানা কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটায়।

এর ফলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে, বন্ধ হয়ে যায় সড়কের যান চলাচল। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে অভিযুক্তরা পালিয়ে যায়।

ঘটনার পর পুলিশ বাদী হয়ে শাহমখদুম থানায় মামলা দায়ের করে। মামলায় বলা হয়েছে, গ্রেপ্তারকৃত চারজনসহ অন্যান্য অজ্ঞাত ও পলাতক আসামিরা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে নাশকতা, জনঅস্থিতিশীলতা ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত ছিল।

ওসি মাছুমা মুস্তারী জানান, “বাকি আসামিদের শনাক্তে কাজ চলছে। তাদের গ্রেপ্তারে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।”

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

তারেক রহমানের ফেরা নিয়ে সরকারের কোনো বাধা নেই: প্রেস সচিব
ঢাকা বিশ্ববিদ্যালয়ে কাল থেকে অনলাইন ক্লাস শুরু
ব্যবসায়ীদের কমফোর্ট জোন দিতে ব্যর্থ রাজনীতি: জামায়াত আমির
অবস্থার উন্নতি হলে খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার প্রস্তুতি
ই-রিটার্নে রেকর্ড: ২০ লাখের বেশি রিটার্ন দাখিল
খেলাপি ঋণ সংকট কাটাতে ১০ বছর লাগবে: গভর্নর
ফ্লাই করার মতো অবস্থায় নেই খালেদা জিয়া—এভারকেয়ার থেকে জানালেন মান্না
এভারকেয়ার হাসপাতালে ভিড় না করার অনুরোধ বিএনপির
খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিতে হাসপাতালে গেলেন স্বরাষ্ট্র উপদেষ্টা
খালেদা জিয়াকে সিঙ্গাপুর বা ইউরোপে নিতে এয়ারঅ্যাম্বুলেন্স প্রস্তুত
খালেদা জিয়াকে নিয়ে মুশফিকুলের আবেগঘণ স্মৃতিচারণ ‘আমার ব্যক্তিগত ঋণ’
‘লুটপাটকারীদের শাস্তি দিন, কিন্তু প্রতিষ্ঠান বন্ধ করে বেকারত্ব বাড়াবেন না’ — মির্জা ফখরুল
খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে যা বললেন নাসীরুদ্দীন পাটওয়ারী
খালেদা জিয়ার অবনতিশীল শারীরিক অবস্থায় রাষ্ট্রপতির গভীর উদ্বেগ
খালেদা জিয়ার সুস্থতা কামনায় উপদেষ্টার পরিষদের সভায় দোয়া
তফসিল কবে জানালেন সিইসি নাসির উদ্দিন
দুটি বিতর্কিত অভিযানের পর র‍্যাব-১৫–এ ‘গণবদলি’
বেগম জিয়া গণতান্ত্রিক সংগ্রামের অনন্য অনুপ্রেরণা: নাহিদ ইসলামের বিবৃতি
দেশে ফেরার বিষয়ে কথা বললেন তারেক রহমান
ইন্দোনেশিয়ায় বন্যায় মৃতের সংখ্যা ২০০ ছাড়িয়েছে