চট্টগ্রামে চালু ফ্রিডম ট্রেড ইন্টারন্যাশনাল
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ১৪:০২, ২৭ নভেম্বর ২০২৫
ফ্রিডম ট্রেড ইন্টারন্যাশনালের উদ্বোধন করেন চট্টগ্রাম-৯ আসনে জামায়াতের মনোনীত প্রার্থী ডা. এ কে এম ফজলুল হক। ছবি: সমাজকাল
উন্নত প্রযুক্তির সব ধরনের প্রিন্টিং সেবা ও স্টেশনারির সমারোহ নিয়ে চট্টগ্রাম মহানগরীর শিক্ষাপাড়া খ্যাত চকবাজারের গুলজার মোড়ে উদ্বোধন হয়েছে ফ্রিডম ট্রেড ইন্টারন্যাশনাল।
বুধবার (২৬ নভেম্বর) বিকেলে গুলজার মোড়ের আইকন কাশেম টাওয়ারের দ্বিতীয় তলায় প্রতিষ্ঠানটির উদ্বোধন করেন চট্টগ্রাম-৯ আসনে জামায়াতের মনোনীত প্রার্থী ডা. এ কে এম ফজলুল হক। অনুষ্ঠানে ছিলেন জামায়াতের চকবাজার থানার আমির আহমদ খালেদুল আনোয়ারসহ গণ্যমান্য ব্যক্তিরা।
প্রতিষ্ঠানটির সাফল্য কামনা এবং গ্রাহকদের সাথে সৌহার্দপূর্ণ আচরণ ও সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রির মাধ্যমে গ্রাহকদের সর্বোচ্চ সেবা নিশ্চিতের আহ্বান জানান এসময় উদ্বোধক ও অতিথিরা।
সব ধরনের স্টেশনারি সামগ্রী পাইকারি ও খুচরা বিক্রির সেবা প্রিন্টিং ও স্টেশনারির সকল সেবা এক ছাদের নিচে পাওয়া যাবে এই ফ্রিডম ট্রেড ইন্টারন্যাশনালে।
