রাজবাড়ীতে চলছে দেশি প্রাণিসম্পদ ও আধুনিক প্রযুক্তির প্রদর্শনী
রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশ: ১৪:৪৩, ২৬ নভেম্বর ২০২৫
প্রাণিসম্পদ অধিদপ্তর
রাজবাড়ীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন হয়েছে। এবারের প্রতিপাদ্য, ‘দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি: প্রাণিসম্পদে হবে উন্নতি’।
দেশি পশু-পাখির জাত সংরক্ষণ, খামার ব্যবস্থাপনায় আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং উৎপাদন বৃদ্ধিতে জনসচেতনতা তৈরির উদ্দেশ্যে সপ্তাহব্যাপী এই কর্মসূচির আয়োজক জেলা প্রাণিসম্পদ বিভাগ।
বুধবার (২৬ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি রাজবাড়ী–কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়ক প্রদক্ষিণ করে দপ্তরে ফিরে আসে। এরপর ফিতা কেটে ও বেলুন উড়িয়ে প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক সুলতানা আক্তার।
পরে অতিথিরা প্রদর্শনীর ২৭টি স্টল ঘুরে দেখেন। স্টলগুলোতে রয়েছে গরু-ছাগল-ভেড়াসহ দেশি জাতের পশু, বিশেষ জাতের হাঁস-মুরগি, মাছ উৎপাদন প্রযুক্তি, আধুনিক খামার ব্যবস্থাপনা সরঞ্জাম, পশুখাদ্য ও পুষ্টি প্রযুক্তি, ভেটেরিনারি সেবা উদ্ভাবনসহ নানা বিষয়।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. প্রকাশ চন্দ্র বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন সিভিল সার্জন ডা. এসএম মাসুদ, জেলা মৎস্য কর্মকর্তা মো. মাহবুব উল হক, অতিরিক্ত পুলিশ সুপার সামছুল হক, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মারিয়া হক।
প্রধান অতিথি জেলা প্রশাসক সুলতানা আক্তার জানান, স্থানীয় খামারিদের উদ্ভাবন, উৎপাদন এবং বাজারায়নে সহযোগিতা অব্যাহত থাকবে।
আলোচকরা বলেন, দেশের প্রাণিসম্পদ খাত আধুনিক প্রযুক্তিনির্ভর হলে উৎপাদনশীলতা বাড়বে, খামারিরা লাভবান হবেন এবং নিরাপদ প্রাণিজ খাদ্য উৎপাদনে বড় অগ্রগতি হবে।
সপ্তাহব্যাপী প্রদর্শনীতে থাকছে খামারিদের প্রশিক্ষণ, পশু-পাখির স্বাস্থ্যসেবা ও সচেতনতামূলক আলোচনা সভাও।
