ড্রেজার ব্যবসায় জড়িত থাকার অভিযোগে যুবদলের দুই নেতা বহিষ্কার
কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ: ১৪:৩৯, ২৬ নভেম্বর ২০২৫
ডেমোক্রেটিক পার্টি-এলডিপি’র অঙ্গ সংগঠন গণতান্ত্রিক যুবদলের দুই নেতা বহিষ্কার। ছবি: সংগৃহীত
কুমিল্লার চান্দিনায় মাদক ব্যবসা ও ড্রেজার পরিচালনায় জড়িত থাকার অভিযোগে লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)–এর অঙ্গ সংগঠন গণতান্ত্রিক যুবদলের সভাপতি ও সাধারণ সম্পাদক পদে থাকা দুই নেতাকে বহিষ্কার করেছে সংগঠনটি।
উপজেলা গণতান্ত্রিক যুবদল সভাপতি প্রভাষক সাইফুল ইসলাম বাবর সোমবার ও মঙ্গলবার (২৪ ও ২৫ নভেম্বর) পৃথক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তাদের বহিষ্কারের ঘোষণা দেন।
বহিষ্কৃতরা হলেন-এতবারপুর ইউনিয়ন গণতান্ত্রিক যুবদলের সভাপতি মো. রাসেল পারভেজ, চান্দিনা উপজেলা গণতান্ত্রিক যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. নাছির উদ্দীন মোল্লা।
স্থানীয় সূত্রে জানা যায়, ২৩ নভেম্বর রাতে এতবারপুর ইউনিয়নের সভাপতি রাসেল পারভেজকে ইয়াবাসহ গ্রেপ্তার করে চান্দিনা থানা পুলিশ। এর পরদিন ২৪ নভেম্বর দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাকে সদস্যপদ থেকে বহিষ্কার করা হয়।
অপরদিকে, নাছির উদ্দিন মোল্লা দীর্ঘদিন ধরে এলাকায় ড্রেজার ব্যবসা, মারামারি এবং সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টিকারী কর্মকাণ্ডে জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে। এসব অভিযোগের ভিত্তিতে ২৫ নভেম্বর তাকেও বহিষ্কার করা হয়।
চান্দিনা উপজেলা গণতান্ত্রিক যুবদল সভাপতি প্রভাষক সাইফুল ইসলাম বাবর বলেন,
“আমাদের নেতা এলডিপির মহাসচিব ড. রেদোয়ান আহমেদ পরিষ্কারভাবে নির্দেশ দিয়েছেন যে কোনো নেতা-কর্মী মাদক, ড্রেজিং ব্যবসা, মানুষকে হেনস্তা বা সামাজিক বিশৃঙ্খলাসৃষ্টিকারী কর্মকাণ্ডে জড়িত থাকতে পারবে না। নির্দেশ অমান্য করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এই ধারাবাহিকতাতেই ওই দুই নেতাকে বহিষ্কার করা হয়েছে।”
