২৩ মাস পর যমুনা সার কারখানায় গ্যাস সংযোগ
জামালপুর প্রতিনিধি
প্রকাশ: ১০:৪১, ২৫ নভেম্বর ২০২৫
দীর্ঘ ২৩ মাস পর পুনরায় গ্যাস সংযোগ পাওয়ায় আবারও ইউরিয়া উৎপাদন শুরু করতে যাচ্ছে দেশের অন্যতম বৃহৎ সার উৎপাদনকারী প্রতিষ্ঠান—যমুনা সার কারখানা। দীর্ঘদিন পর কারখানার চুল্লি জ্বলে ওঠায় আনন্দ ফিরেছে কর্মকর্তা, কর্মচারী, শ্রমিক, ডিলার ও স্থানীয় বাসিন্দাদের মাঝে।
সোমবার (২৪ নভেম্বর) সরিষাবাড়ীর তারাকান্দি এলাকায় অবস্থিত যমুনা সার কারখানায় গ্যাস সরবরাহ পুনরায় চালু করে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি।
বিষয়টি নিশ্চিত করেন কারখানার উপপ্রধান প্রকৌশলী (রসায়ন) ফজলুল হক।
ইতিহাস ও উৎপাদন সক্ষমতা
১৯৯১ সালে প্রতিষ্ঠিত কেপিআই-১ মানসম্পন্ন যমুনা সার কারখানাটি বিসিআইসির নিয়ন্ত্রণাধীন। প্রতিষ্ঠার পর থেকে কারখানাটি দৈনিক ১ হাজার ৭০০ মেট্রিক টন ইউরিয়া উৎপাদন করছিল। নিয়মিত উৎপাদনের জন্য দৈনিক ৪২-৪৩ পিএসআই গ্যাস প্রয়োজন হলেও সাম্প্রতিক বছরগুলোতে চাপ কমে আসায় উৎপাদন কমে দাঁড়ায় দৈনিক প্রায় ১ হাজার ২০০ মেট্রিক টনে।
২০২৪ সালের ১৫ জানুয়ারি ঘোড়াশাল-পলাশ ইউরিয়া ফার্টিলাইজার কম্পানিতে উৎপাদন সচল রাখতে যমুনার গ্যাস চাপ কমিয়ে দেয় তিতাস কর্তৃপক্ষ। এরপর থেকেই যমুনা সার কারখানার উৎপাদন কার্যত বন্ধ হয়ে যায়।
পুনরায় উৎপাদন শুরুর প্রস্তুতি
সোমবার (২৪ নভেম্বর) থেকে গ্যাসের চাপ পুনরায় বাড়ানো হলে কর্তৃপক্ষ উৎপাদন কার্যক্রম চালুর সিদ্ধান্ত নেয়। তবে কিছু যন্ত্রাংশ মেরামতের প্রয়োজন থাকায় পুরোপুরি অ্যামোনিয়া ও ইউরিয়া উৎপাদনে যেতে আরও দুই সপ্তাহ সময় লাগবে বলে জানিয়েছেন কারখানার মহাব্যবস্থাপক (প্রশাসন) দেলোয়ার হোসেন।
ডিলার–এলাকাবাসীর স্বস্তি
কারখানা সূত্র জানায়, জামালপুর, শেরপুর, ময়মনসিংহ, টাঙ্গাইল, রাজবাড়িসহ উত্তরাঞ্চলের ১৯ জেলার প্রায় আড়াই হাজার ডিলার এই কারখানা থেকে সার উত্তোলন করেন। দীর্ঘদিন উৎপাদন বন্ধ থাকায় সার সংকটের আশঙ্কা দেখা দেয়। গ্যাস সংযোগ ফিরে আসায় ডিলার ও কৃষকদের মধ্যে স্বস্তি নেমে এসেছে।
শ্রমিকদের প্রাণচঞ্চলতা
শ্রমিক-কর্মচারী ইউনিয়ন (সিবিএ) সাধারণ সম্পাদক মোরশেদ আলম তালুকদার বলেন, “দীর্ঘদিন কারখানা বন্ধ থাকায় শ্রমিকদের অবস্থা শোচনীয় হয়ে পড়েছিল। আজ গ্যাস সংযোগ ফিরে পেয়ে আমরা নতুন প্রাণ পেয়েছি।” তিনি বিসিআইসির চেয়ারম্যান, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব রফিকুল ইসলাম ও জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবীর তালুকদার শামীমকে বিশেষ ধন্যবাদ জানান।
