খাগড়াছড়িতে জামায়াত–শিবিরের ১৯ নেতাকর্মীর বিএনপিতে যোগদান
কানন আচার্য, খাগড়াছড়ি
প্রকাশ: ১২:০৩, ২৩ নভেম্বর ২০২৫
খাগড়াছড়িতে জামায়াত–শিবিরের ১৯ নেতাকর্মী বিএনপিতে যোগদান। ছবি: সসমাজকাল
খাগড়াছড়িতে জামায়াত–শিবিরের ১৯ নেতাকর্মী বিএনপিতে যোগদান করেছেন। গতকাল রাতেই জেলা সদরের কলাবাগান এলাকায় জেলা বিএনপির সভাপতি ও পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান (সাবেক এমপি) আব্দুল ওয়াদুদ ভূইয়ার বাসভবনে আনুষ্ঠানিকভাবে এই যোগদান সম্পন্ন হয়।
গুইমারার জামায়াত নেতা কামাল উদ্দিনের নেতৃত্বে ১৯ জন নেতাকর্মী বিএনপির হাতে ফুলের মালা দিয়ে নতুন যাত্রা শুরু করেন। ওয়াদুদ ভূইয়া তাদের ফুল দিয়ে বরণ করে নেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গুইমারা উপজেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম সোহাগ। প্রধান অতিথি ওয়াদুদ ভূইয়া বলেন—“বিএনপি শান্তির রাজনীতিতে বিশ্বাস করে। পাহাড়ের সম্প্রীতির বন্ধন অটুট রেখে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।”
যোগদান অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমএন আবছার,জেলা বিএনপির যুগ্ম সম্পাদক (গুইমারা) আব্দুল মালেক মিন্টু,জেলা যুবদলের সভাপতি মাহবুব আলম সবুজ,গুইমারা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব আলী ও সাংগঠনিক সম্পাদক আইয়ুব আলী ডালিম।
নতুন করে দলে যোগ দেওয়া নেতাকর্মীদের ফুলেল অভ্যর্থনা জানানোর মধ্য দিয়ে বিএনপির স্থানীয় রাজনৈতিক কর্মকাণ্ডে নতুন মাত্রা যোগ হয়েছে বলে মন্তব্য করেন নেতারা।
