ডাকসু নেত্রী রাফিয়ার বাড়ির গেটে অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণ
ময়মনসিংহ প্রতিনিধি
প্রকাশ: ২১:৩০, ২০ নভেম্বর ২০২৫
ডাকসু নেত্রী রাফিয়ার বাড়ির গেটে অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণ। ছবি: সংগৃহীত
ময়মনসিংহে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) কার্যনির্বাহী সদস্য উম্মে উসওয়াতুন রাফিয়ার বাড়ির গেটে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
বুধবার (১৯ নভেম্বর) রাত ৩টার দিকে মহানগরীর ঢোলাদিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন জানান, খবর পেয়ে রাতেই তিনি ঘটনাস্থল পরিদর্শন করেন। সেখানে বাসার গেটে আগুনের দাগ এবং নিচে পোড়া কাগজ পাওয়া যায়।
তিনি বলেন, “উদ্দেশ্যপ্রণোদিতভাবে কেউ আগুন ধরিয়েছে বলে আমাদের প্রাথমিক ধারণা। হয়তো আমরা পৌঁছানোর আগেই আগুন বেশি জ্বলেছিল, কিন্তু আমরা তা প্রত্যক্ষ করিনি।”
এ ঘটনায় রাফিয়ার ভাই কোতোয়ালি মডেল থানায় একটি অভিযোগ দিয়েছেন। পুলিশ বলছে, কে বা কারা এ ঘটনার সঙ্গে জড়িত এবং কেন এমন নাশকতামূলক কর্মকাণ্ড ঘটানো হয়েছে—তা খতিয়ে দেখা হচ্ছে।
