চট্টগ্রামে এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে গাড়ি ছিটকে পথচারী নিহত
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ১৯:৪৯, ২০ নভেম্বর ২০২৫
চট্টগ্রামে এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে গাড়ি ছিটকে পথচারী নিহত। ছবি: সমাজকাল
চট্টগ্রাম মহানগরীর বন্দর থানার নিমতলায় এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে একটি প্রাইভেটকার ছিটকে নিচের সড়কে পড়ে নিহত হয়েছেন পথচারী বন্দরের কর্মী শফিক। আহত আরও পাঁচজন আগ্রাবাদের একটি হাসপাতালে চিকিৎসাধীন।
বন্দর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সিরাজুল ইসলাম জানান, বৃহস্পতিবার (২০ নভেম্বর) বিকেল সাড়ে চারটায় নিমতলা মোড়ের কাছে শহীদ ওয়াসিম আকরাম এক্সপ্রেসওয়ে থেকে গাড়িটি ছিটকে পড়ে যায়।
এতে গুরুতর আহত ছয়জন পথচারীকে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক শফিককে (৫৫) মৃত ঘোষণা করেন। আহত অন্যদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
