পার্বতীপুরে প্রতিবন্ধী শিশুদের শিক্ষা উপবৃত্তি বিষয়ক সেমিনার
পার্বতীপুর ( দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ: ২০:০১, ১৩ নভেম্বর ২০২৫
প্রতিবন্ধী শিশুদের মূলস্রোতধারায় অন্তর্ভুক্ত করতে পার্বতীপুরের সমাজসেবা অধিদপ্তরে আজ অনুষ্ঠিত দিনব্যাপী সেমিনার। ছবি: সমাজকাল
দিনাজপুরের পার্বতীপুরে প্রতিবন্ধী শিশুদের মূলস্রোতধারায় অন্তর্ভুক্তি এবং সমাজসেবা অধিদপ্তরের শিক্ষা উপবৃত্তি কর্মসূচির অগ্রগতি নিয়ে দিনব্যাপী এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) উপজেলা সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে উপজেলা কনফারেন্স রুমে এ সেমিনার আয়োজন করা হয়।
সেমিনারের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বতীপুর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাদ্দাম হোসেন। তিনি বলেন, ‘প্রতিবন্ধী শিশুদের অবহেলার নয়, তাদের বিকাশে সুযোগ করে দিতে হবে। এই বাচ্চারা সৃষ্টি কর্তার নিয়ামত। শিক্ষা উপবৃত্তি কর্মসূচি তাদের আত্মনির্ভরশীল করে তুলবে এবং ভবিষ্যতে দেশের গুরুত্বপূর্ণ সম্পদে রূপান্তরিত করবে।’
তিনি আরও বলেন, সরকার প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য যেসব শিক্ষা উপবৃত্তি ও সহায়তা প্রদান করছে, তা তাদের শিক্ষা, সুরক্ষা ও সামাজিক পুনর্বাসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
সেমিনারে সভাপতিত্ব করেন পার্বতীপুর উপজেলা সমাজসেবা কর্মকর্তা তাপস রায়।
এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন—পার্বতীপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ছানাউল্লাহ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মিরাজুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. এনামুল হক সরকার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা খন্দকার শাকিনা বিনতে শরীফ, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মাসুদুর রহমান, এলএসডি’র ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ফয়সাল আক্তার ও সিংঙ্গীমারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু সালেহ সরকার।
সেমিনারে কলেজ, মাধ্যমিক, মাদ্রাসা ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক এবং উপবৃত্তিপ্রাপ্ত প্রতিবন্ধী শিক্ষার্থীদের অভিভাবকেরা উপস্থিত ছিলেন। অংশগ্রহণকারীরা প্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষাব্যবস্থা, উপবৃত্তি প্রাপ্তির প্রক্রিয়া, চ্যালেঞ্জ ও সমাধান বিষয়ে আলোচনা করেন।
সেমিনারে বক্তারা বলেন, সমাজের সকল শ্রেণিকে একসঙ্গে কাজ করলে প্রতিবন্ধী শিক্ষার্থীদের জীবনে টেকসই পরিবর্তন সম্ভব।
