শনিবার, ২৯ নভেম্বর ২০২৫

| ১৫ অগ্রাহায়ণ ১৪৩২

পার্বতীপুরে প্রতিবন্ধী শিশুদের শিক্ষা উপবৃত্তি বিষয়ক সেমিনার

পার্বতীপুর ( দিনাজপুর) প্রতিনিধি 

প্রকাশ: ২০:০১, ১৩ নভেম্বর ২০২৫

পার্বতীপুরে প্রতিবন্ধী শিশুদের শিক্ষা উপবৃত্তি বিষয়ক সেমিনার

প্রতিবন্ধী শিশুদের মূলস্রোতধারায় অন্তর্ভুক্ত করতে পার্বতীপুরের সমাজসেবা অধিদপ্তরে আজ অনুষ্ঠিত দিনব্যাপী সেমিনার। ছবি: সমাজকাল

দিনাজপুরের পার্বতীপুরে প্রতিবন্ধী শিশুদের মূলস্রোতধারায় অন্তর্ভুক্তি এবং সমাজসেবা অধিদপ্তরের শিক্ষা উপবৃত্তি কর্মসূচির অগ্রগতি নিয়ে দিনব্যাপী এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) উপজেলা সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে উপজেলা কনফারেন্স রুমে এ সেমিনার আয়োজন করা হয়।

সেমিনারের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বতীপুর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাদ্দাম হোসেন। তিনি বলেন, ‘প্রতিবন্ধী শিশুদের অবহেলার নয়, তাদের বিকাশে সুযোগ করে দিতে হবে। এই বাচ্চারা সৃষ্টি কর্তার নিয়ামত। শিক্ষা উপবৃত্তি কর্মসূচি তাদের আত্মনির্ভরশীল করে তুলবে এবং ভবিষ্যতে দেশের গুরুত্বপূর্ণ সম্পদে রূপান্তরিত করবে।’

তিনি আরও বলেন, সরকার প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য যেসব শিক্ষা উপবৃত্তি ও সহায়তা প্রদান করছে, তা তাদের শিক্ষা, সুরক্ষা ও সামাজিক পুনর্বাসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
সেমিনারে সভাপতিত্ব করেন পার্বতীপুর উপজেলা সমাজসেবা কর্মকর্তা তাপস রায়।

এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন—পার্বতীপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ছানাউল্লাহ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মিরাজুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. এনামুল হক সরকার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা খন্দকার শাকিনা বিনতে শরীফ, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মাসুদুর রহমান, এলএসডি’র ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ফয়সাল আক্তার ও সিংঙ্গীমারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু সালেহ সরকার। 

সেমিনারে কলেজ, মাধ্যমিক, মাদ্রাসা ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক এবং উপবৃত্তিপ্রাপ্ত প্রতিবন্ধী শিক্ষার্থীদের অভিভাবকেরা উপস্থিত ছিলেন। অংশগ্রহণকারীরা প্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষাব্যবস্থা, উপবৃত্তি প্রাপ্তির প্রক্রিয়া, চ্যালেঞ্জ ও সমাধান বিষয়ে আলোচনা করেন।

সেমিনারে বক্তারা বলেন, সমাজের সকল শ্রেণিকে একসঙ্গে কাজ করলে প্রতিবন্ধী শিক্ষার্থীদের জীবনে টেকসই পরিবর্তন সম্ভব।
 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

তারেক রহমানের ফেরা নিয়ে সরকারের কোনো বাধা নেই: প্রেস সচিব
ঢাকা বিশ্ববিদ্যালয়ে কাল থেকে অনলাইন ক্লাস শুরু
ব্যবসায়ীদের কমফোর্ট জোন দিতে ব্যর্থ রাজনীতি: জামায়াত আমির
অবস্থার উন্নতি হলে খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার প্রস্তুতি
ই-রিটার্নে রেকর্ড: ২০ লাখের বেশি রিটার্ন দাখিল
খেলাপি ঋণ সংকট কাটাতে ১০ বছর লাগবে: গভর্নর
ফ্লাই করার মতো অবস্থায় নেই খালেদা জিয়া—এভারকেয়ার থেকে জানালেন মান্না
এভারকেয়ার হাসপাতালে ভিড় না করার অনুরোধ বিএনপির
খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিতে হাসপাতালে গেলেন স্বরাষ্ট্র উপদেষ্টা
খালেদা জিয়াকে সিঙ্গাপুর বা ইউরোপে নিতে এয়ারঅ্যাম্বুলেন্স প্রস্তুত
খালেদা জিয়াকে নিয়ে মুশফিকুলের আবেগঘণ স্মৃতিচারণ ‘আমার ব্যক্তিগত ঋণ’
‘লুটপাটকারীদের শাস্তি দিন, কিন্তু প্রতিষ্ঠান বন্ধ করে বেকারত্ব বাড়াবেন না’ — মির্জা ফখরুল
খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে যা বললেন নাসীরুদ্দীন পাটওয়ারী
খালেদা জিয়ার অবনতিশীল শারীরিক অবস্থায় রাষ্ট্রপতির গভীর উদ্বেগ
খালেদা জিয়ার সুস্থতা কামনায় উপদেষ্টার পরিষদের সভায় দোয়া
তফসিল কবে জানালেন সিইসি নাসির উদ্দিন
দুটি বিতর্কিত অভিযানের পর র‍্যাব-১৫–এ ‘গণবদলি’
বেগম জিয়া গণতান্ত্রিক সংগ্রামের অনন্য অনুপ্রেরণা: নাহিদ ইসলামের বিবৃতি
দেশে ফেরার বিষয়ে কথা বললেন তারেক রহমান
ইন্দোনেশিয়ায় বন্যায় মৃতের সংখ্যা ২০০ ছাড়িয়েছে