ফেনীতে বলেশ্বর বাস থেকে ৩৮০০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক
ফেনী প্রতিনিধি
প্রকাশ: ১৮:৪৫, ১৩ নভেম্বর ২০২৫
ফেনীতে বলেশ্বর বাস থেকে ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক। ছবি: সংগৃহীত
ফেনী সদর উপজেলার গোবিন্দপুর এলাকায় চট্টগ্রাম-ঢাকা মহাসড়কে অভিযান চালিয়ে ৩৮০০ পিস ইয়াবাসহ এক নারী মাদক কারবারিকে আটক করেছে র্যাব-৭, চট্টগ্রাম। বুধবার (১৩ নভেম্বর) রাত ১২টা ৫ মিনিটের দিকে বলেশ্বর পরিবহনের একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
র্যাব জানায়, চট্টগ্রাম-বরিশালগামী বলেশ্বর পরিবহনের বাস (রেজিঃ নং— চট্ট মেট্রো-ব-১১-১৬৯৫) যোগে এক নারী চট্টগ্রাম থেকে বরিশালে মাদক বহন করছে—এমন গোপন তথ্যের ভিত্তিতে র্যাব-৭ এর একটি চৌকস দল গোবিন্দপুর এলাকায় অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে। রাত ১২টার কিছু পর বাসটি সেখানে পৌঁছালে র্যাব সদস্যরা সুপারভাইজার, স্টাফ এবং যাত্রীদের সহায়তায় পুরো বাস তল্লাশি শুরু করেন।
এ সময় জহুরা বেগম (৪২) নামে এক রোহিঙ্গা নারীকে আটক করা হয়। তিনি কক্সবাজারের উখিয়ার বালুখালি এলাকার বাসিন্দা (স্বামী: মোঃ সালাম, পিতা: মৃত এস্তাজার মোহাম্মদ)। তার কাছে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৩,৮০০ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য ১১ লাখ ৪০ হাজার টাকা।
র্যাব জানায়, জহুরা বেগম দীর্ঘদিন ধরে যাত্রীবাহী বাসে যাত্রীর বেশে মাদক পরিবহন করে আসছিলেন। এবারও বরিশালগামী বাসে করে ইয়াবা পাচারের চেষ্টা করেন তিনি।
গ্রেপ্তারের পর অভিযুক্ত নারী মাদক কারবারি ও উদ্ধারকৃত ইয়াবা পরবর্তী আইনগত ব্যবস্থার জন্য ফেনী থানায় হস্তান্তর করা হয়েছে।
