শনিবার, ২৯ নভেম্বর ২০২৫

| ১৫ অগ্রাহায়ণ ১৪৩২

সাভারে ২৪ ঘণ্টায় আওয়ামী লীগের ৪২ নেতাকর্মী গ্রেপ্তার

সাভার (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ: ১৪:৫৬, ১৩ নভেম্বর ২০২৫

সাভারে ২৪ ঘণ্টায় আওয়ামী লীগের ৪২ নেতাকর্মী গ্রেপ্তার

সড়কে তল্লাশি ও টহল কার্যক্রম পরিচালনায় আইন শৃংখলাবহিনী। ছবি: সংগৃহিত

ঢাকার সাভার, আশুলিয়া ও ধামরাইয়ে বিশেষ অভিযান চালিয়ে ২৪ ঘণ্টায় আওয়ামী লীগের ৪২ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকালে সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ তথ্য নিশ্চিত করেন।

সাভার, আশুলিয়া ও ধামরাই থানার পুলিশ জানায়, আওয়ামী লীগের ঘোষিত কর্মসূচি ঘিরে নিরাপত্তা নিশ্চিত এবং নাশকতা প্রতিরোধে গতকাল ও আজ বিশেষ অভিযান চালিয়ে মোট ৪২ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে সাভার মডেল থানায় ২৮ জন, আশুলিয়া থানায় ১১ জন এবং ধামরাই থানায় তিন জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের সকলকে আজ সকালে আদালতে পাঠানো হয়েছে।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুয়েল মিয়া বলেন, গতকাল থেকে আজ পর্যন্ত মোট ২৮ জনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। তারা আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান বলেন, আশুলিয়া থানা এলাকা থেকে ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলাসহ নাশকতা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। তারা আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।

ধামরাই থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শহীদুল ইসলাম জানান, ‘গতকাল ধামরাই থানা এলাকায় তিন জনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ তাদের আদালতে পাঠানো হয়েছে।’

এদিকে, আওয়ামী লীগের ঘোষিত লকডাউন ঘিরে সাভারের গুরুত্বপূর্ণ স্থানে ঢাকা জেলা পুলিশ তৎপরতা বৃদ্ধি করেছে। সাভার, আশুলিয়া ও ধামরাইয়ে পরিবহনে তল্লাশি ও টহল কার্যক্রম পরিচালনা করছে আইনশৃঙ্খলা বাহিনী।

ঢাকা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) আরাফাতুল ইসলাম বলেন, গতকাল যেমন চলছিল, সেভাবেই চেকপোস্ট পরিচালনা করা হচ্ছে। মোবাইল ডিউটিসহ সাদা পোশাকে পুলিশ মোতায়েন রয়েছে। নিরাপত্তা ব্যবস্থায় পুলিশ সর্বোচ্চ তৎপর রয়েছে।
 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

তারেক রহমানের ফেরা নিয়ে সরকারের কোনো বাধা নেই: প্রেস সচিব
ঢাকা বিশ্ববিদ্যালয়ে কাল থেকে অনলাইন ক্লাস শুরু
ব্যবসায়ীদের কমফোর্ট জোন দিতে ব্যর্থ রাজনীতি: জামায়াত আমির
অবস্থার উন্নতি হলে খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার প্রস্তুতি
ই-রিটার্নে রেকর্ড: ২০ লাখের বেশি রিটার্ন দাখিল
খেলাপি ঋণ সংকট কাটাতে ১০ বছর লাগবে: গভর্নর
ফ্লাই করার মতো অবস্থায় নেই খালেদা জিয়া—এভারকেয়ার থেকে জানালেন মান্না
এভারকেয়ার হাসপাতালে ভিড় না করার অনুরোধ বিএনপির
খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিতে হাসপাতালে গেলেন স্বরাষ্ট্র উপদেষ্টা
খালেদা জিয়াকে সিঙ্গাপুর বা ইউরোপে নিতে এয়ারঅ্যাম্বুলেন্স প্রস্তুত
খালেদা জিয়াকে নিয়ে মুশফিকুলের আবেগঘণ স্মৃতিচারণ ‘আমার ব্যক্তিগত ঋণ’
‘লুটপাটকারীদের শাস্তি দিন, কিন্তু প্রতিষ্ঠান বন্ধ করে বেকারত্ব বাড়াবেন না’ — মির্জা ফখরুল
খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে যা বললেন নাসীরুদ্দীন পাটওয়ারী
খালেদা জিয়ার অবনতিশীল শারীরিক অবস্থায় রাষ্ট্রপতির গভীর উদ্বেগ
খালেদা জিয়ার সুস্থতা কামনায় উপদেষ্টার পরিষদের সভায় দোয়া
তফসিল কবে জানালেন সিইসি নাসির উদ্দিন
দুটি বিতর্কিত অভিযানের পর র‍্যাব-১৫–এ ‘গণবদলি’
বেগম জিয়া গণতান্ত্রিক সংগ্রামের অনন্য অনুপ্রেরণা: নাহিদ ইসলামের বিবৃতি
দেশে ফেরার বিষয়ে কথা বললেন তারেক রহমান
ইন্দোনেশিয়ায় বন্যায় মৃতের সংখ্যা ২০০ ছাড়িয়েছে