শনিবার, ২৯ নভেম্বর ২০২৫

| ১৫ অগ্রাহায়ণ ১৪৩২

পদ্মা সেতুর সামনে অবরোধ, ট্রাকে আগুন ও যান চলাচল বন্ধ

শরীয়তপুর প্রতিনিধি

প্রকাশ: ১০:৪৩, ১৩ নভেম্বর ২০২৫

পদ্মা সেতুর সামনে অবরোধ, ট্রাকে আগুন ও যান চলাচল বন্ধ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অনলাইনে ঘোষিত ‘লকডাউন’ কর্মসূচিকে কেন্দ্র করে শরীয়তপুরের জাজিরায় পদ্মা সেতুর সামনে ঢাকা–ভাঙা এক্সপ্রেসওয়ে অবরোধ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকাল ছয়টার দিকে নাওডোবা এলাকায় আওয়ামী লীগের নেতা-কর্মীরা অবস্থান নিলে উত্তেজনা দেখা দেয়। এ সময় নাওডোবা তস্তারকান্দি এলাকায় একটি ট্রাকে আগুন ধরিয়ে দেওয়া হয়।
অবরোধের কারণে সকাল ছয়টা থেকে পদ্মা সেতু দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। তবে সকাল সাড়ে ৮টার পর কিছু যানবাহন সীমিতভাবে সেতু পারাপার শুরু হয়। এক্সপ্রেসওয়ের মূল অংশে এখনো যান চলাচল বন্ধ রয়েছে।
জাজিরা পদ্মা সেতু দক্ষিণ থানা ও স্থানীয় সূত্রে জানা গেছে, ‘লকডাউন’ কর্মসূচির অংশ হিসেবে আওয়ামী লীগের নেতা-কর্মীরা সকাল থেকে সেতুর জাজিরা প্রান্তে ঢাকা–ভাঙা এক্সপ্রেসওয়ে অবরোধ করেন। নাওডোবা এলাকার বিভিন্ন স্থানে তারা অবস্থান নেন এবং সকাল ৭টার দিকে তস্তারকান্দি এলাকায় একটি ট্রাকে আগুন ধরিয়ে দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
এ সময় দুটি যাত্রীবাহী বাস ভাঙচুর করা হয়। সড়কে টায়ারে আগুন জ্বালিয়ে মিছিল করে আতঙ্ক সৃষ্টি করেন আন্দোলনকারীরা। ওই সময় বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটার ঘটনাও জানানো হয়েছে।
অবরোধের ফলে জাজিরার জমাদ্দার মোড় এলাকায় প্রায় আধা কিলোমিটার দীর্ঘ যানজট সৃষ্টি হয়। পুলিশ ও স্থানীয়রা আটকে পড়া যানবাহনের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছেন।
শরীয়তপুরের বিভিন্ন সড়কে সকাল থেকে বাস চলাচল বন্ধ রয়েছে।
শরীয়তপুর বাস মালিক সমিতির সভাপতি ফারুক আহম্মেদ তালুকদার বলেন, “গতকাল ঢাকার ধোলাইপাড় এলাকায় শরীয়তপুরের দুটি বাসে আগুন দেওয়া হয়েছে। আজ আবার পদ্মা সেতু এলাকায় অবরোধ চলছে। আতঙ্কে মালিক ও শ্রমিকরা বাস বন্ধ রেখেছেন। পরিস্থিতি স্বাভাবিক হলে পুনরায় বাস চলবে।”
জাজিরা পদ্মা সেতু দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রসুল জানান, সকাল থেকে সেতুর এক কিলোমিটার পশ্চিমে আন্দোলনকারীরা অবস্থান নেয়। পুলিশ তাদের সড়ক থেকে সরানোর চেষ্টা করলে দুর্বৃত্তরা একটি ট্রাকে আগুন দেয়। পুলিশ আটকেপড়া যানবাহনগুলোকে সেতু পারাপারে সহায়তা করছে।
সাড়ে ৮টার পর থেকে কিছু যানবাহন পদ্মা সেতু পারাপার শুরু করলেও এক্সপ্রেসওয়ের মূল অংশে এখনো চলাচল বন্ধ রয়েছে, ফলে পদ্মা সেতুর দক্ষিণাঞ্চলমুখী রুটে যানবাহন চলাচলে বড় ধরনের বিঘ্ন সৃষ্টি হয়েছে।

সম্পর্কিত বিষয়:

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

তারেক রহমানের ফেরা নিয়ে সরকারের কোনো বাধা নেই: প্রেস সচিব
ঢাকা বিশ্ববিদ্যালয়ে কাল থেকে অনলাইন ক্লাস শুরু
ব্যবসায়ীদের কমফোর্ট জোন দিতে ব্যর্থ রাজনীতি: জামায়াত আমির
অবস্থার উন্নতি হলে খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার প্রস্তুতি
ই-রিটার্নে রেকর্ড: ২০ লাখের বেশি রিটার্ন দাখিল
খেলাপি ঋণ সংকট কাটাতে ১০ বছর লাগবে: গভর্নর
ফ্লাই করার মতো অবস্থায় নেই খালেদা জিয়া—এভারকেয়ার থেকে জানালেন মান্না
এভারকেয়ার হাসপাতালে ভিড় না করার অনুরোধ বিএনপির
খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিতে হাসপাতালে গেলেন স্বরাষ্ট্র উপদেষ্টা
খালেদা জিয়াকে সিঙ্গাপুর বা ইউরোপে নিতে এয়ারঅ্যাম্বুলেন্স প্রস্তুত
খালেদা জিয়াকে নিয়ে মুশফিকুলের আবেগঘণ স্মৃতিচারণ ‘আমার ব্যক্তিগত ঋণ’
‘লুটপাটকারীদের শাস্তি দিন, কিন্তু প্রতিষ্ঠান বন্ধ করে বেকারত্ব বাড়াবেন না’ — মির্জা ফখরুল
খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে যা বললেন নাসীরুদ্দীন পাটওয়ারী
খালেদা জিয়ার অবনতিশীল শারীরিক অবস্থায় রাষ্ট্রপতির গভীর উদ্বেগ
খালেদা জিয়ার সুস্থতা কামনায় উপদেষ্টার পরিষদের সভায় দোয়া
তফসিল কবে জানালেন সিইসি নাসির উদ্দিন
দুটি বিতর্কিত অভিযানের পর র‍্যাব-১৫–এ ‘গণবদলি’
বেগম জিয়া গণতান্ত্রিক সংগ্রামের অনন্য অনুপ্রেরণা: নাহিদ ইসলামের বিবৃতি
দেশে ফেরার বিষয়ে কথা বললেন তারেক রহমান
ইন্দোনেশিয়ায় বন্যায় মৃতের সংখ্যা ২০০ ছাড়িয়েছে