মনোনয়ন বঞ্চিত লিপির পক্ষে কুড়িগ্রামে বিক্ষোভ মিছিল
কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশ: ১৯:২২, ১২ নভেম্বর ২০২৫
কুড়িগ্রাম-৪ আসনে বিএনপির মনোনয়ন বঞ্চিত প্রার্থী মমতাজ হোসেন লিপির পক্ষে বিক্ষোভ মিছিল। ছবি: সমাজকাল
কুড়িগ্রাম-৪ আসনে বিএনপির মনোনয়ন বঞ্চিত প্রার্থী মমতাজ হোসেন লিপির পক্ষে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১২ নভেম্বর) বিকেলে '২৮ কুড়িগ্রাম-৪ আসনের সর্বস্তরের জনগণ' ব্যানারে রৌমারীর শাপলা চত্বরে এ কর্মসূচি হয়। সেখান থেকে বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় শাপলা চত্বরে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সমাবেশে উপস্থিত ছিলেন রৌমারী উপজেলা কৃষকদলের আহ্বায়ক কামরুজ্জামান বাবু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রুবেল হোসেন, বন্দবেড় ইউনিয়ন কৃষক দলের সভাপতি রমিজ উদ্দিন এবং রৌমারী সদর ইউনিয়ন মহিলা দলের জ্যেষ্ঠ সহ-সভাপতি আয়শা বেগম।
বক্তারা বলেন, আমরা ধানের শীষে ভোট দেবো এবং মাঠে থেকে ধানের শীষের পক্ষে কাজ করে যাবো।
তারা অভিযোগ করে বলেন, একই পরিবার থেকে ছোট ভাই জামায়াতের এবং বড় ভাই বিএনপির প্রার্থী হওয়ায় সাধারণ ভোটারদের মধ্যে বিভ্রান্তি তৈরি হয়েছে। বক্তারা দাবি জানান, মহিলা দলের নেত্রী মমতাজ হোসেন লিপিকে বিএনপির প্রার্থী করা হলে এই আসনে ধানের শীষের জয় নিশ্চিত হবে।
মনোনয়ন প্রত্যাশী মমতাজ হোসেন লিপি বলেন, বিক্ষোভের খবর আমি জেনেছি। কর্মী-সমর্থকরা বিএনপির বর্তমান মনোনীত প্রার্থীর পরিবর্তে আমার পক্ষে মনোনয়ন দাবি করেছেন। আমাকে মনোনয়ন দেওয়া হলে কুড়িগ্রাম-৪ আসনে আমি শতভাগ নিশ্চিতভাবে জয়লাভ করব।
