রূপগঞ্জে নাশকতার পরিকল্পনার অভিযোগে যুবলীগ ছাত্রলীগের ৭ নেতাকর্মী গ্রেফতার
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ১৫:১৯, ১২ নভেম্বর ২০২৫
রূপগঞ্জে নাশকতার পরিকল্পনার অভিযোগে যুবলীগ ছাত্রলীগের ৭ নেতাকর্মী গ্রেফতার। ছবি: সমাজকাল
১৩ নভেম্বর আওয়ামী লীগ ঘোষিত লকডাউন কর্মসূচিতে নাশকতা ও সন্ত্রাসমূলক কর্মকাণ্ডের পরিকল্পনার অভিযোগে নারায়ণগঞ্জের রূপগঞ্জে যুবলীগ ও ছাত্রলীগের ৭ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে উপজেলার রূপসী বরপা ও পূর্বাচলসহ বিভিন্ন এলাকায় রূপগঞ্জ থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলেন—মোস্তফা সারোয়ার নিশাত, রুহল আমিন নেভী, জাহিদুল হাসান, মো. সাইফুল ইসলাম, মনি শিকদার, মো. রায়হান ও মো. রফিকুল।
রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, গ্রেফতারকৃতরা রাজনৈতিকভাবে লকডাউন কার্যক্রমে অংশ নিতে প্রস্তুতি নিচ্ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাদেরকে রূপসি ভোর পাস সহ বেশ কয়েকটি এলাকা থেকে গ্রেফতার করা হয়। তাদের জিজ্ঞাসাবাদ চলছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
