তেঁতুলিয়ার বিএনপিতে পুনর্বহাল সুলতানা রাজিয়া
জাবেদুর রহমান জাবেদ, পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশ: ১৮:২৫, ১১ নভেম্বর ২০২৫
বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সুলতানা রাজিয়া পুনরায় দলে প্রাথমিক সদস্য পদে ফিরেছেন। ছবি: সমাজকাল
পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সুলতানা রাজিয়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রাথমিক সদস্য পদে পুনর্বহাল হয়েছেন।
গত ৯ নভেম্বর বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক পত্রে জানানো হয়, তার আবেদনের প্রেক্ষিতে বিষয়টি পুনর্বিবেচনা করে দলে তার প্রাথমিক সদস্য পদ পুনর্বহাল করা হয়েছে।
দলীয় সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৮ মে উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থী হিসেবে অংশগ্রহণের উদ্দেশ্যে সুলতানা রাজিয়া ব্যক্তিগত কারণে স্বেচ্ছায় বিএনপি থেকে অব্যাহতি নিয়েছিলেন। পরবর্তীতে কেন্দ্রীয় নেতৃবৃন্দের কাছে তার দাখিলকৃত পুনর্বহালের আবেদনটি বিবেচনা করে অনুমোদন দেওয়া হয়।
এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে নারী নেত্রী সুলতানা রাজিয়া বলেন,“আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা আল্লাহ তায়ালার। কৃতজ্ঞতা জানাই বিএনপির ভাইস চেয়ারম্যান ও তারুণ্যের অহংকার আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমান ভাইয়ের প্রতি। ধন্যবাদ জানাই কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক সম্পাদক ও পঞ্চগড়-১ আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী ব্যারিস্টার মুহম্মদ নওশাদ জমির এবং ব্যারিস্টার নওফেল জমির ভাইকে। একই সঙ্গে কৃতজ্ঞ জেলা ও উপজেলা বিএনপির নেতৃবৃন্দের প্রতি। জনগণের দোয়া ও ভালোবাসায় আগামী জাতীয় সংসদ নির্বাচনে ঐক্যবদ্ধভাবে ধানের শীষের প্রার্থীকে জয়যুক্ত করবো, ইনশাল্লাহ।”
দলীয় নেতাকর্মীরা বলেন, সুলতানা রাজিয়ার পুনর্বহালে তেঁতুলিয়া উপজেলা বিএনপি নতুন উদ্যম ও ঐক্যের বার্তা পেলো। তার সক্রিয় নেতৃত্ব স্থানীয় সংগঠনকে আরও শক্তিশালী করবে বলে আশা করছেন তারা।
