ছাত্রলীগ নেতাকে অপহরণে আপ এর দায় স্বীকার, ৩ কর্মী বহিষ্কার
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ১৪:৩৯, ১১ নভেম্বর ২০২৫
ছবি: আপ বাংলাদেশ
চট্টগ্রামের পার্কভিউ হাসপাতাল থেকে ছাত্রলীগ নেতা ফয়সাল খানকে অপহরণের ঘটনায়" আপ বাংলাদেশ " ( Upp Bangladesh) তাদের সংগঠনের ৩ কর্মীকে বহিষ্কার এবং এ ব্যাপারে একটি তদন্ত কমিটি গঠন করেছে।
জানা যায়, আপ, চট্টগ্রাম মহানগর শাখার নেতৃবৃন্দ গতকাল সোমবার রাতে পাঁচলাইশ থানায় গিয়ে ঘটনার পূর্ণ বিবরণ শুনেন। এসময় পুলিশ তাদের জানায়, ছাত্রলীগ নেতা ফয়সালকে ধরে নিয়ে তাকে থানায় সোপর্দ না করে অপহরণ করা হয় এবং তার উপর নির্যাতন চালানো হয়।
এর পরিপ্রেক্ষিতে, আটককারীদেরকে অপহরণ মামলায় গ্রেফতার করে পাঁচলাইশ থানা পুলিশ৷ এরা হলো : আপ বাংলাদেশ, চট্টগ্রাম মহানগর শাখার যুগ্ম আহবায়ক আব্দুল আহাদ আশরাফুল ও আবু তারেক মোহাম্মদ আসিফ।
আপ, বাংলাদেশ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, ছাত্রলীগ নেতাকে আটক করে তাৎক্ষণিকভাবে থানায় সোপর্দ না করে নিজেদের হেফাজতে রেখে পরেরদিন থানায় সোপর্দ করার ঘটনায়, আব্দুল আহাদ আশরাফুল ও আবু তারেক মোহাম্মদ আসিফকে দল থেকে বহিষ্কার করা হয়েছে । এবং ঘটনার অধিকতর তদন্ত করে কেন্দ্রের নিকট পূর্ণাঙ্গ রিপোর্ট জমা দেওয়ার জন্য সংগঠনের চট্টগ্রাম অঞ্চলের তত্ত্বাবধায়ক ও কেন্দ্রীয় যুগ্ম প্রধান সংগঠক ফায়াজ শাহেদকে প্রধান করে তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
