ময়মনসিংহে যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিনে আগুন, ট্রেন চলাচল
ময়মনসিংহ প্রতিনিধি
প্রকাশ: ১৩:১৮, ১১ নভেম্বর ২০২৫
ময়মনসিংহ সদরে যাত্রীবাহী বলাকা কমিউটার ট্রেনের ইঞ্জিনে হঠাৎ আগুন লাগায় আতঙ্ক ছড়িয়ে পড়ে যাত্রীদের মধ্যে। মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে শম্ভুগঞ্জ ও বিসকার মাঝামাঝি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা বলাকা কমিউটার ট্রেনটি নেত্রকোনার জারিয়ার দিকে যাচ্ছিল। যাত্রাপথে হঠাৎ যান্ত্রিক ত্রুটির কারণে ইঞ্জিনে আগুন ধরে যায়। সঙ্গে সঙ্গে ট্রেনটি থামিয়ে দেওয়া হয়, ফলে ময়মনসিংহ–নেত্রকোনা রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়ে পড়ে।
ময়মনসিংহ রেলওয়ে থানার ওসি মো. আক্তার হোসেন বলেন, “ইঞ্জিনে আগুন লাগার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, যান্ত্রিক ত্রুটির কারণেই আগুনের সূত্রপাত হয়।”
ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। বর্তমানে ট্রেন চলাচল স্বাভাবিক করার কাজ চলছে বলে জানান রেলওয়ে কর্মকর্তারা।
