সঙ্গীত ও শরীরচর্চা শিক্ষক নিয়োগ বাতিলের প্রতিবাদে মানববন্ধন
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশ: ১২:৩৩, ১১ নভেম্বর ২০২৫
ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন, ছবি :সমাজকাল
প্রাথমিক শিক্ষায় সঙ্গীত ও শরীরচর্চার গুরুত্ব তুলে ধরে শিক্ষক নিয়োগ বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১১ নভেম্বর) সকাল ৯টায় ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে গণতান্ত্রিক সাংস্কৃতিক ঐক্য, ব্রাহ্মণবাড়িয়া শাখার উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে শিক্ষক, আইনজীবী, কবি, সাহিত্যিক, সাংস্কৃতিক কর্মীসহ নানা পেশার মানুষ অংশ নেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গণতান্ত্রিক সাংস্কৃতিক ঐক্যের আহ্বায়ক অ্যাডভোকেট আবদুন নুর। সঞ্চালনা করেন সোনালী সকালের পরিচালক ফাহিম মুনতাসির। বক্তৃতা করেন অনুশীলন সাংস্কৃতিক কেন্দ্রের বীর মুক্তিযোদ্ধা মতিলাল বনিক, উদীচী শিল্পী গোষ্ঠী ব্রাহ্মণবাড়িয়া জেলার উপদেষ্টা আহমেদ হোসেন, সভাপতি জহিরুল ইসলাম চৌধুরী স্বপন ও সাধারণ সম্পাদক ফেরদৌস রহমান।
এছাড়া বক্তব্য দেন জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের সভাপতি মানবর্ধন পাল, সহসভাপতি ডা. অরুণাভ পোদ্দার, সাধারণ সম্পাদক মাসুদুর রহমান, সাহিত্য একাডেমির জামিলুর রহমান, আইনজীবী অসীম কুমার বর্ধন, সুর তাল সঙ্গীত নিকেতনের কর্ণধার দেবাশীষ দেবু, জেলা খেলাঘরের সাধারণ সম্পাদক নীহার রঞ্জন সরকার, কবির কলম সভাপতি হুমায়ুন কবির, সোনালী সকালের বশির আহমেদ ও তাওসিদ আলম তাজিম প্রমুখ।
বক্তারা বলেন, প্রাথমিক বিদ্যালয়ে সঙ্গীত ও শরীরচর্চা শিক্ষকের পদ শিশুদের সৃজনশীল বিকাশ ও শারীরিক-মানসিক উন্নয়নের জন্য অপরিহার্য। এ নিয়োগ বাতিল শিক্ষা ব্যবস্থায় এক নেতিবাচক প্রভাব ফেলবে বলে তাঁরা আশঙ্কা প্রকাশ করেন। বক্তারা দ্রুত সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানান এবং শিক্ষা ক্ষেত্রে সংস্কৃতি ও ক্রীড়া চর্চাকে প্রাতিষ্ঠানিকভাবে গুরুত্ব দেওয়ার আহ্বান জানান।
