ফুলবাড়িয়ায় অগ্নিসংযোগ: ঘুমন্ত অবস্থায় বাসচালক পুড়ে মৃত্যু
ময়মনসিংহ প্রতিনিধি
প্রকাশ: ১১:৫৩, ১১ নভেম্বর ২০২৫
ময়মনসিংহের ফুলবাড়িয়ায় রাতের আঁধারে দাঁড়িয়ে থাকা একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ভয়াবহ এ ঘটনায় বাসের ভেতরে ঘুমন্ত অবস্থায় থাকা এক ব্যক্তি দগ্ধ হয়ে প্রাণ হারিয়েছেন। সোমবার দিবাগত রাত সোয়া তিনটার দিকে উপজেলার ভালুকজান এলাকার একটি ফিলিং স্টেশনের সামনে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, আলম এশিয়া পরিবহনের একটি বাস রাতভর ওই স্থানে পার্ক করা ছিল। বাসের ভেতরে ঘুমাচ্ছিলেন ভালুকজান গ্রামের বাসিন্দা জুলহাস মিয়া (৪০)। হঠাৎ রাতের নীরবতা ভেঙে মুহূর্তের মধ্যেই আগুন জ্বলে ওঠে। আগুনের তীব্রতায় বাসটি সম্পূর্ণ পুড়ে যায় এবং ভেতরে থাকা জুলহাস মিয়া ঘটনাস্থলেই প্রাণ হারান।
ফুলবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি রোকনুজ্জামান) বলেন, “ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে দেখা গেছে, মুখোশ পরা তিন ব্যক্তি মাত্র তিন সেকেন্ডের মধ্যে বাসে আগুন দিয়ে পালিয়ে যায়। ধারণা করা হচ্ছে, নিহত ব্যক্তি বাসটির চালক ছিলেন। তদন্ত চলছে, অগ্নিসংযোগে জড়িতদের শনাক্তে পুলিশ কাজ করছে।”
স্থানীয়দের দাবি, এলাকায় দীর্ঘদিন ধরেই রাতের বেলায় অপরাধচক্র সক্রিয় রয়েছে। তবে এমন দুঃসাহসিক অগ্নিসংযোগে আতঙ্ক ছড়িয়ে পড়েছে সাধারণ মানুষের মধ্যে।
পুলিশ ও দমকল বাহিনীর প্রাথমিক ধারণা, আগুন লাগানো হয়েছিল দাহ্য পদার্থ ছিটিয়ে। ঘটনাস্থলে সংগ্রহ করা হয়েছে বিভিন্ন নমুনা, যা ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।
