চট্টগ্রামে হাসপাতাল থেকে ছাত্রলীগ নেতাকে অপহরণ, গ্রেপ্তার ৩
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ২৩:৫৭, ১০ নভেম্বর ২০২৫ | আপডেট: ০২:১৯, ১১ নভেম্বর ২০২৫
অপহরণের অভিযোগে গ্রেপ্তার ৩ ব্যক্তি। ছবি: সংগৃহীত
চট্টগ্রাম নগরীর একটি বেসরকারি হাসপাতাল থেকে নিষিদ্ধ ছাত্রলীগের এক নেতাকে অপহরণের অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
অপহরণের শিকার ওই নেতার নাম ফয়সাল খান। তিনি কুমিল্লার মনোহরগঞ্জ থানা ছাত্রলীগের সভাপতি। বর্তমানে তিনি চট্টগ্রামে একটি ওষুধ কোম্পানির বিপণন কর্মকর্তা হিসেবে কাজ করছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
ঘটনা সম্পর্কে নগরীর পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান জানান, গত রবিবার (৯ নভেম্বর) রাতে থানার অদূরে বেসরকারি পার্কভিউ হাসপাতাল থেকে ফয়সাল খান নামে নিষিদ্ধ ছাত্রলীগের এক নেতাকে বলপূর্বক রাউজানে তুলে নিয়ে যায় আসামিরা। সেখানে নিয়ে ফয়সালের কাছে মোটা অংকের মুক্তিপণ দাবি করে তারা। এ ঘটনায় ভিকটিমের পরিবার থানায় মামলা করেন। এরপর নানামুখী পুলিশি তৎপরতার মুখে অপহরণকারীরা ওই নেতাকে আজ সোমবার বিকেলে থানায় নিয়ে আসে। এ সময় ওই মামলায় তিনজনকে গ্রেপ্তার করা হয় বলে ওসি জানান।
এদিকে, ফিল্মি স্টাইলে পার্কভিউ হাসপাতাল থেকে ছাত্রলীগের ওই নেতাকে তুলে নিয়ে যাওয়া প্রসঙ্গে নগর পুলিশের এক কর্মকর্তা বলেন, "পার্কভিউ হাসপাতাল থেকে পাঁচলাইশ থানার দূরত্ব মাত্র ২০০ ফুট। অথচ সেসময় ওরা ( অপহরণকারীরা) পুলিশের কাছে ফয়সাল খানকে হস্তান্তর না করে নিয়ে যায় ২৫ কিলোমিটার দূরবর্তী রাউজানে।’ এটা আইনের চোখে মারাত্মক অপরাধ বলে যোগ করেন এই পুলিশ কর্মকর্তা।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের দুজনের নাম আদিব ও আহাদ। অপর জনের নাম জানা যায়নি।
