নির্বাচন বিতর্কিত হলে প্রশাসন-কমিশনকে কাঠগড়ায় দাঁড়াতে হবে: খোকন
নরসিংদী প্রতিনিধি
প্রকাশ: ২১:৩০, ১০ নভেম্বর ২০২৫
নরসিংদী বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী-১ আসনে ধানের শীষের প্রার্থী খায়রুল কবির খোকনের সোমবার পৌরসভার ১নং ওয়ার্ডে প্রচারণার একাংশ। ছবি: সমাজকাল
নরসিংদীতে বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী সদর আসনের ধানের শীষের প্রার্থী খায়রুল কবির খোকন বলেছেন, `আগামী জাতীয় সংসদ নির্বাচন বিতর্কিত হলে প্রশাসন ও নির্বাচন কমিশনকে জনগণের কাঠগড়ায় দাঁড়াতে হবে।‘
সোমবার (১০ নভেম্বর) সকালে নরসিংদী-১ আসনের পৌরসভার ১নং ওয়ার্ডে প্রচারণা শুরুর আগে তিনি এসব কথা বলেন।
খোকন বলেন, `মনোনয়ন ঘোষণার পর থেকেই জনগণের মধ্যে বিপুল উৎসাহ-উদ্দীপনা তৈরি হয়েছে। আমরা দৃঢ়ভাবে আশাবাদী, আগামী নির্বাচনে জনগণ তাদের পছন্দের প্রার্থীকে ধানের শীষে ভোট দিয়ে সংসদে পাঠাবে।‘
তিনি আরও বলেন, `আমরা ঘোষণা দিয়েছি—নির্বাচিত হলে ৩১ দফা কর্মসূচির ভিত্তিতে জনগণের আশা-আকাঙ্ক্ষার বাস্তবায়ন করা হবে। দানবীয়-মাফিয়া সরকারের পতনের পর দেশ গণতান্ত্রিক পথে ফিরবে। তাই প্রশাসন ও নির্বাচন কমিশনকে অতীতের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে নিরপেক্ষ ভূমিকা পালন করতে হবে। যদি তারা পক্ষপাতিত্ব করে কিংবা নির্বাচন নিয়ে বিতর্ক তৈরি হয়, তবে কমিশনকে জনগণের কাঠগড়ায় দাঁড়াতে হবে।‘
প্রচারণায় জেলা ও শহর বিএনপি, চিনিশপুর ইউনিয়ন বিএনপি এবং সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
