শনিবার, ২৯ নভেম্বর ২০২৫

| ১৫ অগ্রাহায়ণ ১৪৩২

পাটগ্রাম সীমান্তে বিএসএফের ছররা গুলি, আহত তিন বাংলাদেশি 

লালমনিরহাট প্রতিনিধি 

প্রকাশ: ২০:২১, ১০ নভেম্বর ২০২৫

পাটগ্রাম সীমান্তে বিএসএফের ছররা গুলি, আহত তিন বাংলাদেশি 

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার শ্রীরামপুর ইউনিয়ন সীমান্ত। ছবি: সংগৃহিত

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার শ্রীরামপুর ইউনিয়ন সীমান্তে আবারও ছররা গুলি ছুড়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। সোমবার (১০ নভেম্বর) ভোর ৬টার দিকে বাংলাদেশ-ভারত সীমান্তের প্রধান পিলার ৮৫৪-এর উপপিলার ৩-এর কাছে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্র ও সীমান্ত এলাকাবাসী জানান, হঠাৎ ভোরে গুলির শব্দে গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

বিজিবি সূত্রে জানা গেছে, ভারতের কোচবিহার জেলার মেখলিগঞ্জ থানার পকেটপাড়া গ্রাম সংলগ্ন এই এলাকায় ভারতের ১৫৬ বিএসএফ ব্যাটালিয়নের রতনপুর ক্যাম্পের টহল দল তিন থেকে চার রাউন্ড ছররা গুলি ছোড়ে।

স্থানীয়রা জানান, গুলির ঘটনায় তিন বাংলাদেশি গরু পারাপারকারী আহত হয়েছেন বলে জানা গেছে। যদিও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) আনুষ্ঠানিকভাবে এ তথ্য অস্বীকার করেছে। তবে সীমান্ত এলাকার একটি সূত্র জানিয়েছে, আহতরা গোপনে রংপুরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রত্যক্ষদর্শী বলেন, ‘ভোরে নামাজ পড়ে ফিরছিলাম। দেখি মোটরসাইকেলে করে কয়েকজনকে রক্তাক্ত অবস্থায় নিয়ে যাওয়া হচ্ছে।’

বিজিবির কড়া প্রতিবাদ, পতাকা বৈঠক আহ্বান

বিজিবি রংপুর ৬১ ব্যাটালিয়নের শমসেরনগর কোম্পানির কমান্ডার সুবেদার কামাল উদ্দিন জানিয়েছেন, ‘গুলির ঘটনা জানার পরপরই আমরা সীমান্তে পৌঁছে বিএসএফকে আনুষ্ঠানিক প্রতিবাদ জানাই। এ ঘটনায় পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছে। বিএসএফ পরে বৈঠকের সময় জানাবে বলে জানিয়েছে।’

 পাঁচ দিনের মধ্যে দ্বিতীয় হামলা

এর আগে গত ৫ নভেম্বর ভোরে একই এলাকায় বিএসএফের পক্ষ থেকে তিনটি সাউন্ড গ্রেনেড ছোড়া হয়েছিল। মাত্র পাঁচ দিনের ব্যবধানে দ্বিতীয়বার গুলির ঘটনায় সীমান্তবর্তী বাসিন্দাদের মধ্যে নতুন করে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয়রা বলছেন, সাম্প্রতিক সময়ের ঘনঘন এমন হামলায় তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন।
 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

তারেক রহমানের ফেরা নিয়ে সরকারের কোনো বাধা নেই: প্রেস সচিব
ঢাকা বিশ্ববিদ্যালয়ে কাল থেকে অনলাইন ক্লাস শুরু
ব্যবসায়ীদের কমফোর্ট জোন দিতে ব্যর্থ রাজনীতি: জামায়াত আমির
অবস্থার উন্নতি হলে খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার প্রস্তুতি
ই-রিটার্নে রেকর্ড: ২০ লাখের বেশি রিটার্ন দাখিল
খেলাপি ঋণ সংকট কাটাতে ১০ বছর লাগবে: গভর্নর
ফ্লাই করার মতো অবস্থায় নেই খালেদা জিয়া—এভারকেয়ার থেকে জানালেন মান্না
এভারকেয়ার হাসপাতালে ভিড় না করার অনুরোধ বিএনপির
খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিতে হাসপাতালে গেলেন স্বরাষ্ট্র উপদেষ্টা
খালেদা জিয়াকে সিঙ্গাপুর বা ইউরোপে নিতে এয়ারঅ্যাম্বুলেন্স প্রস্তুত
খালেদা জিয়াকে নিয়ে মুশফিকুলের আবেগঘণ স্মৃতিচারণ ‘আমার ব্যক্তিগত ঋণ’
‘লুটপাটকারীদের শাস্তি দিন, কিন্তু প্রতিষ্ঠান বন্ধ করে বেকারত্ব বাড়াবেন না’ — মির্জা ফখরুল
খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে যা বললেন নাসীরুদ্দীন পাটওয়ারী
খালেদা জিয়ার অবনতিশীল শারীরিক অবস্থায় রাষ্ট্রপতির গভীর উদ্বেগ
খালেদা জিয়ার সুস্থতা কামনায় উপদেষ্টার পরিষদের সভায় দোয়া
তফসিল কবে জানালেন সিইসি নাসির উদ্দিন
দুটি বিতর্কিত অভিযানের পর র‍্যাব-১৫–এ ‘গণবদলি’
বেগম জিয়া গণতান্ত্রিক সংগ্রামের অনন্য অনুপ্রেরণা: নাহিদ ইসলামের বিবৃতি
দেশে ফেরার বিষয়ে কথা বললেন তারেক রহমান
ইন্দোনেশিয়ায় বন্যায় মৃতের সংখ্যা ২০০ ছাড়িয়েছে