অস্ত্রের মুখে গৃহবধূকে জিম্মি করে স্বর্ণালংকারসহ চার লাখ টাকা লুট
পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশ: ১৮:১৮, ১০ নভেম্বর ২০২৫
ছবি: সংগৃহিত
পঞ্চগড়ের তেঁতুলিয়ায় এক গৃহবধূকে অস্ত্রের মুখে জিম্মি করে স্বর্ণালংকারসহ চার লাখ টাকারও বেশি লুট করেছে মুখোশধারী ছিনতাইকারীরা। রবিবার (৯ নভেম্বর) রাতে উপজেলার সদর ইউনিয়নের মাগুড়া গ্রামে এ ঘটনা ঘটে। সোমবার দুপুরে ফরিদা বেগম নামে ওই গৃহবধূ বাদী হয়ে তেঁতুলিয়া মডেল থানায় মামলা দায়ের করেছেন।
পরিবার সূত্রে জানা যায়, ঘটনার সময় ফরিদা বেগম একা ছিলেন ঘরে। সন্ধ্যার কিছু পর বাড়ির পেছনের চা-বাগান ঘেঁষে মুখোশ পরা কয়েকজন দুর্বৃত্ত বেড়া কেটে ভেতরে ঢোকে। তারা সরাসরি ফরিদা বেগমের গলায় ছুরি ঠেকিয়ে আলমারির চাবি দাবি করে। ভয় পেয়ে অন্য চাবি দিলেও ছিনতাইকারীরা জোর করে আসল চাবি বের করে আলমারির সুকেশ নিয়ে যায়। সেখান থেকে সঞ্চিত চার লাখ দশ হাজার টাকা এবং গৃহবধূর নাকের নাকফুল লুট করে তারা পালিয়ে যায়।
ফরিদা বেগম বলেন, ‘তারা মাস্ক পরা ছিল। গলায় ছুরি ঠেকিয়ে চাবি চায়। আমি অন্য চাবি দিলে জোর করে আসল চাবি নেয়। টাকা আর নাকফুল নিয়ে ঘরের পেছন দিয়ে পালিয়ে যায়।’ ঘটনার পর ভয়ে তিনি অজ্ঞান হয়ে পড়েন।
বাজার থেকে ফিরে এসে তার স্বামী আব্দুল মোতালেব বিষয়টি জানতে পারেন এবং স্থানীয়দের খবর দেন। মুহূর্তেই এলাকাজুড়ে ছড়িয়ে পড়ে খবরটি, ঘটনাস্থলে ভিড় জমান গ্রামবাসী। পরে তেঁতুলিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুসা মিয়া ঘটনাস্থল পরিদর্শন করেন।
প্রতিবেশী ঝুনু জানান, ‘আমাদের গ্রামে এমন ভয়াবহ ঘটনা আগে কখনো ঘটেনি। দ্রুত তদন্ত করে অপরাধীদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।’
স্থানীয় সচেতন মহল বলছে, সম্প্রতি এলাকায় অনলাইন জুয়া ও মাদকের বিস্তার নিয়ে উদ্বেগ বাড়ছে। তারা মনে করছেন, এই প্রবণতা রোধে ব্যবস্থা না নিলে আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও অবনতির আশঙ্কা রয়েছে।
তেঁতুলিয়া মডেল থানার ওসি মুসা মিয়া বলেন, ‘এটি ডাকাতি নয়, ছিনতাই। ঘটনাস্থল পরিদর্শন করেছি, ভুক্তভোগী পরিবার থানায় মামলা করেছেন। একজনকে আটক করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে, একাধিক টিম মাঠে কাজ করছে।’
