শনিবার, ২৯ নভেম্বর ২০২৫

| ১৫ অগ্রাহায়ণ ১৪৩২

মুন্সীগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে গুলিতে নিহত ১, এলাকায় উত্তেজনা

মুন্সীগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১৫:১৭, ১০ নভেম্বর ২০২৫

মুন্সীগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে গুলিতে নিহত ১, এলাকায় উত্তেজনা

মুন্সীগঞ্জ সদরের চরাঞ্চল মোল্লাকান্দি ইউনিয়নে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে ভয়াবহ সংঘর্ষে আরিফ মীর (৩৬) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় ইমরান (৩০) নামে আরও একজন গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছেন। আহত ব্যক্তিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

রবিবার (৯ নভেম্বর) সকাল ৭টার দিকে চরডুমুরিয়া গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত আরিফ ওই গ্রামের খবির মীরের ছেলে বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ইউনিয়নের রহিম মোল্লা ও আওলাদ মোল্লা গ্রুপের মধ্যে রাজনৈতিক আধিপত্য নিয়ে বিরোধ চলছিল। প্রতিটি গ্রামেই এই দুই পক্ষের মধ্যে একাধিক সংঘর্ষ ঘটেছে। রবিবার সকালেও দুই গ্রুপের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় গুলিবিনিময়ের ঘটনাও ঘটে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ঘটনাস্থলে গেলেও সকাল থেকে ইউনিয়নের অন্তত নয়টি গ্রামে বিচ্ছিন্নভাবে সংঘর্ষ চলতে থাকে। মুহুর্মুহু ককটেল বিস্ফোরণে গ্রামজুড়ে আতঙ্ক বিরাজ করছে।

নিহতের স্ত্রী পারুল বেগম অভিযোগ করে বলেন, “আমার স্বামী আওলাদ মোল্লার সমর্থক ছিলেন। সকালে আতিক মল্লিকের লোকজন আমাদের গ্রামে হামলা চালিয়ে আমার স্বামীকে গুলি করে হত্যা করেছে। তিনি রাজনীতি করতেন না, দিনমজুর ছিলেন।”

নিহতের বোন ফাতেমা বেগম জানান, “আমার ভাইকে খুব কাছ থেকে আমার চাচাতো ভাই শাহ কামাল গুলি করেছে। সে রহিম মোল্লা ও আতিক মল্লিকের ভাড়াটে সন্ত্রাসী।”

মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. রুহুল আমীন বলেন, “গুলিবিদ্ধ অবস্থায় দুইজনকে হাসপাতালে আনা হয়। আরিফ মীরকে মৃত ঘোষণা করা হয় এবং গুরুতর আহত ইমরান খানকে ঢাকায় পাঠানো হয়েছে।”

মুন্সীগঞ্জ থানার ওসি মো. সাইফুল আলম বলেন, “আধিপত্য বিস্তার নিয়ে ইউনিয়নের বিভিন্ন গ্রামে সংঘর্ষ চলছে। আমরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছি। একজন নিহত ও একজন আহত হওয়ার তথ্য পেয়েছি।”

সম্পর্কিত বিষয়:

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

তারেক রহমানের ফেরা নিয়ে সরকারের কোনো বাধা নেই: প্রেস সচিব
ঢাকা বিশ্ববিদ্যালয়ে কাল থেকে অনলাইন ক্লাস শুরু
ব্যবসায়ীদের কমফোর্ট জোন দিতে ব্যর্থ রাজনীতি: জামায়াত আমির
অবস্থার উন্নতি হলে খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার প্রস্তুতি
ই-রিটার্নে রেকর্ড: ২০ লাখের বেশি রিটার্ন দাখিল
খেলাপি ঋণ সংকট কাটাতে ১০ বছর লাগবে: গভর্নর
ফ্লাই করার মতো অবস্থায় নেই খালেদা জিয়া—এভারকেয়ার থেকে জানালেন মান্না
এভারকেয়ার হাসপাতালে ভিড় না করার অনুরোধ বিএনপির
খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিতে হাসপাতালে গেলেন স্বরাষ্ট্র উপদেষ্টা
খালেদা জিয়াকে সিঙ্গাপুর বা ইউরোপে নিতে এয়ারঅ্যাম্বুলেন্স প্রস্তুত
খালেদা জিয়াকে নিয়ে মুশফিকুলের আবেগঘণ স্মৃতিচারণ ‘আমার ব্যক্তিগত ঋণ’
‘লুটপাটকারীদের শাস্তি দিন, কিন্তু প্রতিষ্ঠান বন্ধ করে বেকারত্ব বাড়াবেন না’ — মির্জা ফখরুল
খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে যা বললেন নাসীরুদ্দীন পাটওয়ারী
খালেদা জিয়ার অবনতিশীল শারীরিক অবস্থায় রাষ্ট্রপতির গভীর উদ্বেগ
খালেদা জিয়ার সুস্থতা কামনায় উপদেষ্টার পরিষদের সভায় দোয়া
তফসিল কবে জানালেন সিইসি নাসির উদ্দিন
দুটি বিতর্কিত অভিযানের পর র‍্যাব-১৫–এ ‘গণবদলি’
বেগম জিয়া গণতান্ত্রিক সংগ্রামের অনন্য অনুপ্রেরণা: নাহিদ ইসলামের বিবৃতি
দেশে ফেরার বিষয়ে কথা বললেন তারেক রহমান
ইন্দোনেশিয়ায় বন্যায় মৃতের সংখ্যা ২০০ ছাড়িয়েছে