শনিবার, ২৯ নভেম্বর ২০২৫

| ১৫ অগ্রাহায়ণ ১৪৩২

আহ্বায়ক মুকুল, সদস্য সচিব মাসুম

কুড়িগ্রামে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি

কুড়িগ্রাম প্রতিনিধি

প্রকাশ: ১৭:৫৩, ৯ নভেম্বর ২০২৫ | আপডেট: ০৪:৪৫, ১০ নভেম্বর ২০২৫

কুড়িগ্রামে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি

কুড়িগ্রাম জেলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমন্বয় কমিটি ভেঙে দিয়ে নতুন করে ৬৪ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত কমিটিতে আহ্বায়ক হয়েছেন মুকুল মিয়া এবং সদস্য সচিবের দায়িত্ব পেয়েছেন মাসুম মিয়া। তাদেরকে পরবর্তী ছয় মাসের জন্য দায়িত্ব দেওয়া হয়েছে।

শনিবার (৮ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে এনসিপির ভেরিফায়েড ফেসবুক পেজে এই নতুন কমিটি প্রকাশ করা হয়। কমিটি অনুমোদন করেন দলের কেন্দ্রীয় সদস্য সচিব আখতার হোসেন এবং উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

নবগঠিত কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক পদে আছেন মাহমুদুল হাসান জুয়েল। ১নং যুগ্ম আহ্বায়ক হয়েছেন রাশেদুজ্জামান তাওহীদ। একই পদে আরও ১০ জনের নাম তালিকাভুক্ত হয়েছে। সিনিয়র যুগ্ম সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন মাওলানা দিনার মিনহাজ, যুগ্ম সদস্য সচিব পদে আছেন শাহজাহান আলী সুমনসহ সাতজন।

সাংগঠনিক সম্পাদক পদে মোজাম্মেল হক বাবুসহ চারজন দায়িত্ব পেয়েছেন। জুলাই গণঅভ্যুত্থান ও মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক পদ পেয়েছেন আহত জুলাই যোদ্ধা আরিফুল ইসলাম ও গোলাম রসুল রনি। সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে ৩৮ জনকে।

নতুন কমিটিতে সাতজন নারী স্থান পেয়েছেন, যার মধ্যে জেলা নারী শক্তির নেত্রী নাসিরা খন্দকার নিসা যুগ্ম সদস্য সচিবের দায়িত্ব পেয়েছেন।

নবগঠিত কমিটি নিয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ও রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ড. আতিক মুজাহিদ বলেন, “কমিটিতে দায়িত্ব বণ্টনের ক্ষেত্রে আমরা নেতৃত্বের যোগ্যতা, সাংগঠনিক দক্ষতা এবং পূর্বের কমিটির কার্যক্রমকে মূল্যায়ন করেছি।”

তিনি আরও জানান, আহ্বায়ক ও সদস্য সচিব পদে অনলাইনে গুগল ফর্মের মাধ্যমে আবেদন নেওয়া হয়। পরে রংপুর সার্কিট হাউসে মৌখিক পরীক্ষা ও প্রার্থীদের বায়োগ্রাফি যাচাই-বাছাই করা হয়। সাক্ষাৎকার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন এবং মুখ্য সংগঠক সারজিস আলমসহ অন্য নেতারা।

ড. মুজাহিদ বলেন, “কমিটিতে পদ-পদবি বড় বিষয় নয়, এখানে প্রত্যেকে যোগ্যতার ভিত্তিতে নির্বাচিত। আগামী দিনে এই কমিটি কুড়িগ্রামের গণমানুষের পাশে থেকে সংগঠনের ভাবমূর্তি আরও উজ্জ্বল করবে বলে আমরা আশা করি।”

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

তারেক রহমানের ফেরা নিয়ে সরকারের কোনো বাধা নেই: প্রেস সচিব
ঢাকা বিশ্ববিদ্যালয়ে কাল থেকে অনলাইন ক্লাস শুরু
ব্যবসায়ীদের কমফোর্ট জোন দিতে ব্যর্থ রাজনীতি: জামায়াত আমির
অবস্থার উন্নতি হলে খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার প্রস্তুতি
ই-রিটার্নে রেকর্ড: ২০ লাখের বেশি রিটার্ন দাখিল
খেলাপি ঋণ সংকট কাটাতে ১০ বছর লাগবে: গভর্নর
ফ্লাই করার মতো অবস্থায় নেই খালেদা জিয়া—এভারকেয়ার থেকে জানালেন মান্না
এভারকেয়ার হাসপাতালে ভিড় না করার অনুরোধ বিএনপির
খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিতে হাসপাতালে গেলেন স্বরাষ্ট্র উপদেষ্টা
খালেদা জিয়াকে সিঙ্গাপুর বা ইউরোপে নিতে এয়ারঅ্যাম্বুলেন্স প্রস্তুত
খালেদা জিয়াকে নিয়ে মুশফিকুলের আবেগঘণ স্মৃতিচারণ ‘আমার ব্যক্তিগত ঋণ’
‘লুটপাটকারীদের শাস্তি দিন, কিন্তু প্রতিষ্ঠান বন্ধ করে বেকারত্ব বাড়াবেন না’ — মির্জা ফখরুল
খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে যা বললেন নাসীরুদ্দীন পাটওয়ারী
খালেদা জিয়ার অবনতিশীল শারীরিক অবস্থায় রাষ্ট্রপতির গভীর উদ্বেগ
খালেদা জিয়ার সুস্থতা কামনায় উপদেষ্টার পরিষদের সভায় দোয়া
তফসিল কবে জানালেন সিইসি নাসির উদ্দিন
দুটি বিতর্কিত অভিযানের পর র‍্যাব-১৫–এ ‘গণবদলি’
বেগম জিয়া গণতান্ত্রিক সংগ্রামের অনন্য অনুপ্রেরণা: নাহিদ ইসলামের বিবৃতি
দেশে ফেরার বিষয়ে কথা বললেন তারেক রহমান
ইন্দোনেশিয়ায় বন্যায় মৃতের সংখ্যা ২০০ ছাড়িয়েছে