জনগণ পরিবর্তন চায়, পুরোনো বন্দোবস্তে ফিরে যেতে চায় না: আবদুল কাইয়
কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ: ১৭:০৫, ৯ নভেম্বর ২০২৫
গণসংযোগে কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখার প্রার্থী মাওলানা আহমদ আবদুল কাইয়ূম। ছবি: সমাজকাল
কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখার প্রার্থী ও দলের সহকারী মহাসচিব মাওলানা আহমদ আবদুল কাইয়ূমের গণসংযোগে উৎসাহের জোয়ার বইছে। তিনি বলেন, `দেশের জনগণ পরিবর্তন চায়। তারা আর পুরোনো বন্দোবস্তে ফিরে যেতে চায় না। সন্ত্রাস, দুর্নীতি ও মাদকমুক্ত সমাজই আজকের মূল দাবি।‘
শনিবার (৮ নভেম্বর) দিনভর মুরাদনগর উপজেলার বাঙ্গরাবাজার, বিঞ্চুপুর, মির্জাপুর, কামাল্লা, নেয়ামতপুর, কামারচর ও নোয়াগাঁও এলাকায় ব্যাপক গণসংযোগ ও পথসভায় অংশ নেন তিনি। স্থানীয় বাজার ও গ্রামীণ জনপদজুড়ে মানুষের ভিড় ও সাড়া ছিল লক্ষণীয়।
ভোটারদের উদ্ধৃত করে মাওলানা কাইয়ূম বলেন, ‘মানুষ প্রতিহিংসার রাজনীতি থেকে মুক্তি চায়। তারা সন্তানদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত, তাই চায় মাদকমুক্ত ও চাঁদাবাজমুক্ত সমাজ।’
তিনি আরও বলেন, গত ৫৪ বছরে দেশের তিনটি বড় দল ক্ষমতায় এসেছে, কিন্তু সাধারণ মানুষ আশানুরূপ ফল পায়নি। তাই এবারের নির্বাচনে ইসলামী মূল্যবোধ ও দেশপ্রেমে বিশ্বাসী প্রার্থীদের পক্ষে ভোটাররা ঐক্যবদ্ধ হচ্ছেন। তার ভাষায়, ‘ভোটারদের মুখে একটাই কথা— এবার ইসলামপন্থিদের ভোট দেবো।’
গণসংযোগের সময় ইসলামী আন্দোলনের নেতাকর্মীসহ এলাকার তরুণ ভোটারদের উপস্থিতি ছিল প্রাণবন্ত। তারা প্রার্থীর সাথে হাত মেলিয়ে, বুক মিলিয়ে ‘হাতপাখা মার্কা বিজয়ী হোক’ স্লোগানে মুখরিত করেন এলাকা।
এ সময় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মুরাদনগর উপজেলা সভাপতি মাস্টার মফিজুল ইসলাম, সহ-সভাপতি মুহাম্মদ সাইফুল ইসলাম ও মোহাম্মদ হোসাইন মোল্লা, সেক্রেটারি হাজী আব্দুল করীম, মু. জাহাঙ্গীর আলম, শেখ মো. সাইফুল ইসলাম, মুফতি আব্দুল হান্নান, যুবনেতা মাওলানা শোয়াইব হোসেন, বাঙ্গরা বাজার থানা সভাপতি মাওলানা দেলাওয়ার আমিন, ডা. লুৎফুর রহমান ও রেজাউল করীম প্রমুখ।
