শনিবার, ২৯ নভেম্বর ২০২৫

| ১৫ অগ্রাহায়ণ ১৪৩২

কুড়িগ্রামে মাদক ও চোরাচালান প্রতিরোধে ঐক্যবদ্ধ উদ্যোগের আহ্বান

কুড়িগ্রাম প্রতিনিধি

প্রকাশ: ১৬:০৫, ৯ নভেম্বর ২০২৫

কুড়িগ্রামে মাদক ও চোরাচালান প্রতিরোধে ঐক্যবদ্ধ উদ্যোগের আহ্বান

কুড়িগ্রামে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভায় মাদক, চোরাচালান ও যৌন নির্যাতন প্রতিরোধে সামাজিক সচেতনতা ও প্রশাসনিক কঠোরতা জোরদারের আহ্বান। ছবি: সংগৃহীত

কুড়িগ্রামে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক সিফাত মেহনাজ। সভায় জেলার সামগ্রিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা হয় এবং অপরাধ দমন ও জননিরাপত্তা জোরদারে বিভিন্ন পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্ব দেওয়া হয়।

সভায় বক্তব্য রাখেন পুলিশ সুপার মো. মাহফুজুর রহমান, বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু, জেলা জামায়াতে ইসলামের সেক্রেটারি নিজাম উদ্দিন, পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট বজলুর রশিদ, সাংবাদিক সাইয়েদ আহমেদ বাবু, এবি পার্টির জেলা আহ্বায়ক ডা. নজরুল ইসলাম এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা আহ্বায়ক আব্দুল আজিজ নাহিদ প্রমুখ।

জেলা প্রশাসক সিফাত মেহনাজ বলেন, “কুড়িগ্রামের আইন-শৃঙ্খলা এখন আগের তুলনায় অনেক ভালো। মাদক, চোরাচালান ও যৌন নির্যাতন প্রতিরোধে সবাইকে সচেতন হয়ে একসঙ্গে কাজ করতে হবে।”

পুলিশ সুপার মাহফুজুর রহমান বলেন, “সারাদেশের তুলনায় কুড়িগ্রাম জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি অনেক ভালো। এই সাফল্য ধরে রাখতে প্রশাসন ও জনগণের পারস্পরিক সহযোগিতা অপরিহার্য।”

বিএনপি নেতা অধ্যাপক শফিকুল ইসলাম বেবু বলেন, “এইচএসসি পরীক্ষার ফলাফল কুড়িগ্রামে হতাশাজনক। অভিভাবকদের দায়িত্ব নিতে হবে, যাতে শিক্ষার্থীরা ব্যর্থতার কারণে হতাশ হয়ে বিপথে না যায়।”

সাংবাদিক সাইয়েদ আহমেদ বাবু বলেন, “গত মাসের তুলনায় খুন, চুরি, চোরাচালান, মাদক ও নারী-শিশু নির্যাতনের ঘটনা কমেছে, যা ইতিবাচক পরিবর্তন। এজন্য জেলা প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি কৃতজ্ঞতা জানাই।” তিনি জেলার ব্যস্ত সড়কগুলোতে ট্রাফিক নিয়ন্ত্রণে আরও কঠোর মনিটরিংয়ের আহ্বান জানান।

সভায় রাজনৈতিক নেতা, আইনজীবী, সাংবাদিক ও জেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

তারেক রহমানের ফেরা নিয়ে সরকারের কোনো বাধা নেই: প্রেস সচিব
ঢাকা বিশ্ববিদ্যালয়ে কাল থেকে অনলাইন ক্লাস শুরু
ব্যবসায়ীদের কমফোর্ট জোন দিতে ব্যর্থ রাজনীতি: জামায়াত আমির
অবস্থার উন্নতি হলে খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার প্রস্তুতি
ই-রিটার্নে রেকর্ড: ২০ লাখের বেশি রিটার্ন দাখিল
খেলাপি ঋণ সংকট কাটাতে ১০ বছর লাগবে: গভর্নর
ফ্লাই করার মতো অবস্থায় নেই খালেদা জিয়া—এভারকেয়ার থেকে জানালেন মান্না
এভারকেয়ার হাসপাতালে ভিড় না করার অনুরোধ বিএনপির
খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিতে হাসপাতালে গেলেন স্বরাষ্ট্র উপদেষ্টা
খালেদা জিয়াকে সিঙ্গাপুর বা ইউরোপে নিতে এয়ারঅ্যাম্বুলেন্স প্রস্তুত
খালেদা জিয়াকে নিয়ে মুশফিকুলের আবেগঘণ স্মৃতিচারণ ‘আমার ব্যক্তিগত ঋণ’
‘লুটপাটকারীদের শাস্তি দিন, কিন্তু প্রতিষ্ঠান বন্ধ করে বেকারত্ব বাড়াবেন না’ — মির্জা ফখরুল
খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে যা বললেন নাসীরুদ্দীন পাটওয়ারী
খালেদা জিয়ার অবনতিশীল শারীরিক অবস্থায় রাষ্ট্রপতির গভীর উদ্বেগ
খালেদা জিয়ার সুস্থতা কামনায় উপদেষ্টার পরিষদের সভায় দোয়া
তফসিল কবে জানালেন সিইসি নাসির উদ্দিন
দুটি বিতর্কিত অভিযানের পর র‍্যাব-১৫–এ ‘গণবদলি’
বেগম জিয়া গণতান্ত্রিক সংগ্রামের অনন্য অনুপ্রেরণা: নাহিদ ইসলামের বিবৃতি
দেশে ফেরার বিষয়ে কথা বললেন তারেক রহমান
ইন্দোনেশিয়ায় বন্যায় মৃতের সংখ্যা ২০০ ছাড়িয়েছে