কুড়িগ্রামে মাদক ও চোরাচালান প্রতিরোধে ঐক্যবদ্ধ উদ্যোগের আহ্বান
কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশ: ১৬:০৫, ৯ নভেম্বর ২০২৫
কুড়িগ্রামে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভায় মাদক, চোরাচালান ও যৌন নির্যাতন প্রতিরোধে সামাজিক সচেতনতা ও প্রশাসনিক কঠোরতা জোরদারের আহ্বান। ছবি: সংগৃহীত
কুড়িগ্রামে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক সিফাত মেহনাজ। সভায় জেলার সামগ্রিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা হয় এবং অপরাধ দমন ও জননিরাপত্তা জোরদারে বিভিন্ন পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্ব দেওয়া হয়।
সভায় বক্তব্য রাখেন পুলিশ সুপার মো. মাহফুজুর রহমান, বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু, জেলা জামায়াতে ইসলামের সেক্রেটারি নিজাম উদ্দিন, পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট বজলুর রশিদ, সাংবাদিক সাইয়েদ আহমেদ বাবু, এবি পার্টির জেলা আহ্বায়ক ডা. নজরুল ইসলাম এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা আহ্বায়ক আব্দুল আজিজ নাহিদ প্রমুখ।
জেলা প্রশাসক সিফাত মেহনাজ বলেন, “কুড়িগ্রামের আইন-শৃঙ্খলা এখন আগের তুলনায় অনেক ভালো। মাদক, চোরাচালান ও যৌন নির্যাতন প্রতিরোধে সবাইকে সচেতন হয়ে একসঙ্গে কাজ করতে হবে।”
পুলিশ সুপার মাহফুজুর রহমান বলেন, “সারাদেশের তুলনায় কুড়িগ্রাম জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি অনেক ভালো। এই সাফল্য ধরে রাখতে প্রশাসন ও জনগণের পারস্পরিক সহযোগিতা অপরিহার্য।”
বিএনপি নেতা অধ্যাপক শফিকুল ইসলাম বেবু বলেন, “এইচএসসি পরীক্ষার ফলাফল কুড়িগ্রামে হতাশাজনক। অভিভাবকদের দায়িত্ব নিতে হবে, যাতে শিক্ষার্থীরা ব্যর্থতার কারণে হতাশ হয়ে বিপথে না যায়।”
সাংবাদিক সাইয়েদ আহমেদ বাবু বলেন, “গত মাসের তুলনায় খুন, চুরি, চোরাচালান, মাদক ও নারী-শিশু নির্যাতনের ঘটনা কমেছে, যা ইতিবাচক পরিবর্তন। এজন্য জেলা প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি কৃতজ্ঞতা জানাই।” তিনি জেলার ব্যস্ত সড়কগুলোতে ট্রাফিক নিয়ন্ত্রণে আরও কঠোর মনিটরিংয়ের আহ্বান জানান।
সভায় রাজনৈতিক নেতা, আইনজীবী, সাংবাদিক ও জেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
