মেহেরপুরে দ্রুতগতির বিআরটিসি বাসের ধাক্কায় কৃষক নিহত
মেহেরপুর প্রতিনিধি
প্রকাশ: ১৩:৫৮, ৯ নভেম্বর ২০২৫
মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কে বিআরটিসি বাসের ধাক্কায় শমিকুল ইসলাম (৪৫) নামে এক কৃষক নিহত হয়েছেন। রবিবার (৯ নভেম্বর) সকালে শহরের ব্র্যাক অফিসের সামনে এই দুর্ঘটনা ঘটে।
নিহত শমিকুল ইসলাম মেহেরপুর শহরের ক্যাশবপাড়ার বাসিন্দা খাদিমুল ইসলামের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, সকালে কৃষি কাজে যাওয়ার পথে ব্র্যাক অফিসের সামনে রাস্তা পার হওয়ার সময় চুয়াডাঙ্গাগামী দ্রুতগতির বিআরটিসি বাসটি তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন।
পরে স্থানীয়দের সহায়তায় ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দিন বলেন, “ঘটনার বিষয়ে একটি অপমৃত্যু মামলা প্রক্রিয়াধীন রয়েছে। পরিবারের আবেদনের ভিত্তিতে মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।”
এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা জানান, নিহত শমিকুল ছিলেন পরিশ্রমী কৃষক এবং পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি।
