উলিপুরে বিএনপি প্রার্থী পরিবর্তনের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ
কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশ: ১৭:০৪, ৮ নভেম্বর ২০২৫
প্রার্থী পরিবর্তনের দাবিতে মানববন্ধন ছবি: সমাজকাল
কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কেন্দ্র ঘোষিত সংসদ সদস্য প্রার্থী পরিবর্তনের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে উলিপুর পৌরশহরের পেট্রলপাম্প সংলগ্ন অস্থায়ী কার্যালয়ের সামনে এই কর্মসূচি পালন করেন রংপুর বিভাগীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেকের অনুসারীরা।
সংবাদ সম্মেলনে কুড়িগ্রাম জেলা কৃষকদলের সদস্য ওবায়দুল হক বলেন, “কুড়িগ্রাম-৩ আসনে বিএনপি নেতা-কর্মী ও সাধারণ জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেনি। ১৭ বছরের নির্যাতিত, কারাবন্দি, আন্দোলননিষ্ঠ নেতা আব্দুল খালেকের পরিবর্তে এমন একজনকে প্রার্থী করা হয়েছে, যিনি আওয়ামী লীগের সঙ্গে আপস করে চলেন এবং আন্দোলনের সময় নিরব ছিলেন।”
তিনি আরও বলেন, “উলিপুরের জনগণ তাসভীর উল ইসলামকে প্রত্যাখ্যান করেছে। এই আসনে বিএনপির প্রকৃত প্রতিনিধিত্বের দাবিতে সবাই আব্দুল খালেককে প্রার্থী হিসেবে দেখতে চায়।”
বক্তারা জানান, আব্দুল খালেক ছাত্রদল ও যুবদলের কেন্দ্রীয় পর্যায়ে দায়িত্ব পালনের পাশাপাশি বর্তমানে রংপুর বিভাগীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে সক্রিয় রয়েছেন। ২০২২ সালে আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে আন্দোলনে অংশ নিয়ে তিনি গ্রেপ্তার হয়ে ঢাকা কেন্দ্রীয় কারাগারে ৪৫ দিন কারাভোগ করেন। বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে তিনি রংপুর অঞ্চলে ফ্যাসিস্টবিরোধী আন্দোলন পরিচালনা করেছেন।
তারা দাবি করেন, “যাকে মনোনয়ন দেওয়া হয়েছে, তিনি জেলা বিএনপির সভাপতি হলেও আন্দোলন-সংগ্রামের সময় অনুপস্থিত ছিলেন, কোনো মামলায়ও তার নাম নেই।”
এই দাবিতে তারা কেন্দ্রীয় নেতৃত্বের কাছে আবেদন জানান, উলিপুর আসনের প্রার্থী হিসেবে যেন আব্দুল খালেককেই পুনর্বিবেচনা করা হয়।
অন্যদিকে, উপজেলা বিএনপির সদস্য সচিব হায়দার আলী মিঞা সংবাদমাধ্যমে প্রতিক্রিয়া জানিয়ে বলেন, “যারা প্রার্থী পরিবর্তনের দাবি করছে, তারা আসলে বিএনপির কেউ নন। তারা ষড়যন্ত্রকারী এবং অন্য দলের প্রার্থীর সুবিধা করে দিতেই এসব করছে।”
তিনি বলেন, “উলিপুরের জনগণের দীর্ঘদিনের দাবিই ছিল তাসভীর উল ইসলামকে প্রার্থী ঘোষণা করা। দল সঠিক সিদ্ধান্ত নিয়েছে। আমরা সবাই কেন্দ্র ঘোষিত প্রার্থী তাসভীর উল ইসলামের পাশে আছি।”
তিনি কেন্দ্রীয় নেতৃবৃন্দ—বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন, “উলিপুরের মতো গুরুত্বপূর্ণ আসনে যোগ্য ও গ্রহণযোগ্য প্রার্থী নির্বাচন করায়।”
উল্লেখ্য, কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনে বিএনপি চেয়ারপারসনের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা পরিষদের সদস্য এবং কুড়িগ্রাম জেলা বিএনপির সাবেক সভাপতি তাসভীর উল ইসলামের নাম কেন্দ্র থেকে আনুষ্ঠানিকভাবে ঘোষিত হয়। এ ঘোষণার পর স্থানীয় বিএনপির একটি অংশ এতে আপত্তি জানিয়ে দলীয়ভাবে বিভক্ত অবস্থায় রয়েছে।
