শনিবার, ২৯ নভেম্বর ২০২৫

| ১৫ অগ্রাহায়ণ ১৪৩২

যশোরে ফখরুলের হুঁশিয়ারি

সংসদ নির্বাচনের আগে গণভোট হতে দেওয়া হবে না 

যশোর প্রতিনিধি

প্রকাশ: ১৯:৪৪, ৬ নভেম্বর ২০২৫

সংসদ নির্বাচনের আগে গণভোট হতে দেওয়া হবে না 

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: সংগৃহীত

জাতীয় সংসদ নির্বাচনের আগে কোনো ধরনের গণভোট হতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, “জাতীয় সংসদ নির্বাচনের দিনেই গণভোট হতে হবে। এ বিষয়ে আমরা একমত। সংসদ নির্বাচনের আগে কোনো গণভোট হতে দেওয়া হবে না।”

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের সপ্তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার (৬ নভেম্বর) বিকেলে যশোর টাউন হল মাঠে অনুষ্ঠিত স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বিএনপি মহাসচিব আরও বলেন, “কিছু রাজনৈতিক দল অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করে নির্বাচন বানচালের চেষ্টা করছে। এটা জনগণ মেনে নেবে না। আমরা বহু রক্তের বিনিময়ে স্বাধীনতা অর্জন করেছি, এখন গণতান্ত্রিক ব্যবস্থায় ফেরার সুযোগ এসেছে—এই সুযোগ কোনো চক্রান্তে নষ্ট হতে দেওয়া হবে না।”

রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, “আমরা অনেক ধৈর্য ধরেছি। এখনো রাস্তায় নামিনি। কিন্তু মনে রাখবেন, বিএনপি কোনো ভেসে আসা দল নয়—এ দেশের মানুষের গড়া সংগঠন। পানি ঘোলা করে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করলে জনগণ তা মেনে নেবে না।”

তিনি আরও যোগ করেন, “৬০ লাখ মানুষের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে, ২০ হাজার মানুষ প্রাণ হারিয়েছে। এখন যারা নতুন করে রাজনৈতিক ফায়দা লোটার চেষ্টা করছে, তাদের উদ্দেশ্য সফল হবে না।”

অবিলম্বে নির্বাচনের তফসিল ঘোষণার আহ্বান জানিয়ে ফখরুল বলেন, “আর টালবাহানা না করে দ্রুত নির্বাচনের শিডিউল ঘোষণা করুন। অক্টোবরে সংস্কারের যে সিদ্ধান্ত হয়েছে, তা বাস্তবায়ন করুন। না হলে এই সরকার ব্যর্থ সরকার হিসেবে চিহ্নিত হবে।”

ঐকমত্য কমিশনের কর্মকাণ্ডের সমালোচনা করে তিনি বলেন, “এখন বলছেন, রাজনৈতিক দলগুলোকে বসে সিদ্ধান্ত নিতে হবে। তাহলে এতদিন কী করলেন? আমরা সব সময়ই কমিশনে গিয়েছি, মতামত দিয়েছি। কিন্তু আপনারা কাজটা সঠিকভাবে করেননি।”

স্মরণসভায় সভাপতিত্ব করেন যশোর জেলা বিএনপির সভাপতি সৈয়দ সাবেরুল হক। এতে যশোরের পাঁচ আসনের বিএনপি প্রার্থী—মফিকুল হাসান, সাবিরা সুলতানা, অনিন্দ্য ইসলাম, টি এস আইয়ুব ও কাজী রওনকুল ইসলাম বক্তব্য রাখেন। সভা সঞ্চালনা করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন।

সভা শেষে ফখরুল যশোরের প্রার্থীদের পরিচয় করিয়ে দিয়ে তাদের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

তারেক রহমানের ফেরা নিয়ে সরকারের কোনো বাধা নেই: প্রেস সচিব
ঢাকা বিশ্ববিদ্যালয়ে কাল থেকে অনলাইন ক্লাস শুরু
ব্যবসায়ীদের কমফোর্ট জোন দিতে ব্যর্থ রাজনীতি: জামায়াত আমির
অবস্থার উন্নতি হলে খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার প্রস্তুতি
ই-রিটার্নে রেকর্ড: ২০ লাখের বেশি রিটার্ন দাখিল
খেলাপি ঋণ সংকট কাটাতে ১০ বছর লাগবে: গভর্নর
ফ্লাই করার মতো অবস্থায় নেই খালেদা জিয়া—এভারকেয়ার থেকে জানালেন মান্না
এভারকেয়ার হাসপাতালে ভিড় না করার অনুরোধ বিএনপির
খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিতে হাসপাতালে গেলেন স্বরাষ্ট্র উপদেষ্টা
খালেদা জিয়াকে সিঙ্গাপুর বা ইউরোপে নিতে এয়ারঅ্যাম্বুলেন্স প্রস্তুত
খালেদা জিয়াকে নিয়ে মুশফিকুলের আবেগঘণ স্মৃতিচারণ ‘আমার ব্যক্তিগত ঋণ’
‘লুটপাটকারীদের শাস্তি দিন, কিন্তু প্রতিষ্ঠান বন্ধ করে বেকারত্ব বাড়াবেন না’ — মির্জা ফখরুল
খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে যা বললেন নাসীরুদ্দীন পাটওয়ারী
খালেদা জিয়ার অবনতিশীল শারীরিক অবস্থায় রাষ্ট্রপতির গভীর উদ্বেগ
খালেদা জিয়ার সুস্থতা কামনায় উপদেষ্টার পরিষদের সভায় দোয়া
তফসিল কবে জানালেন সিইসি নাসির উদ্দিন
দুটি বিতর্কিত অভিযানের পর র‍্যাব-১৫–এ ‘গণবদলি’
বেগম জিয়া গণতান্ত্রিক সংগ্রামের অনন্য অনুপ্রেরণা: নাহিদ ইসলামের বিবৃতি
দেশে ফেরার বিষয়ে কথা বললেন তারেক রহমান
ইন্দোনেশিয়ায় বন্যায় মৃতের সংখ্যা ২০০ ছাড়িয়েছে