বিএনপির সাধারণ সম্পাদকের পদ ফিরে পেলেন বখতিয়ার আহমেদ কচি
দিনাজপুর প্রতিনিধি
প্রকাশ: ১৫:৩৩, ৬ নভেম্বর ২০২৫
বখতিয়ার আহমেদ কচি
দিনাজপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদকের পদ পুনরায় ফিরে পেয়েছেন বখতিয়ার আহমেদ কচি। বৃহস্পতিবার (৬ নভেম্বর) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক অফিস আদেশে তাঁর স্থগিতাদেশ প্রত্যাহারের ঘোষণা দেওয়া হয়।
দলীয় সূত্র জানায়, বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে— পূর্বের সিদ্ধান্ত অনুযায়ী বখতিয়ার আহমেদ কচির বিরুদ্ধে আনা অভিযোগের প্রেক্ষিতে তাঁর দায়িত্ব স্থগিত করা হয়েছিল। তবে পর্যালোচনা শেষে সেই স্থগিতাদেশ তুলে নেওয়া হয়েছে। ফলে তিনি এখন থেকে দিনাজপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে বহাল থাকবেন।
এর আগে, চলতি বছরের ২ জানুয়ারি রাতে রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে কচির পদ স্থগিতের ঘোষণা আসে। তখন জানানো হয়েছিল— তাঁর বিরুদ্ধে বিভিন্ন সংগঠনগত অনিয়ম ও অভিযোগের প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই সঙ্গে জেলা কমিটির ১নং যুগ্ম সাধারণ সম্পাদক মুরাদ আহমেদকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়।
বিএনপির কেন্দ্রীয় দপ্তর সূত্রে জানা গেছে, সম্প্রতি সাংগঠনিক তৎপরতা ও তৃণমূলের মতামতের ভিত্তিতে কচির পুনর্বহাল অনুমোদন দেয় কেন্দ্রীয় নেতৃত্ব। দলীয় নেতাকর্মীদের অনেকে এই সিদ্ধান্তকে “দিনাজপুর বিএনপির সাংগঠনিক ঐক্যের জন্য ইতিবাচক পদক্ষেপ” হিসেবে দেখছেন।
